promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে ৭টি পরিবর্তন আনল পাকিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান টেস্ট দল, ফাইল ফটো
ঘরের মাঠে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাতটি পরিবর্তন এনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও দলটির বাইরে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে।

promotional_ad

দল থেকে আরও বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। চোটের কারণে এই স্কোয়াডে নেই সাইম আইয়ুব ও হাসিবউল্লাহ। দলে ফেরানো হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলা ব্যাটার ইমাম-উল-হক, মোহাম্মদ হুরাইরা এবং পেসার মোহাম্মদ আলীকে।


আরো পড়ুন

ত্রিদেশীয় সিরিজের ভেন্যু বদলে দিলো পাকিস্তান

৯ জানুয়ারি ২৫
লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, ফাইল ফটো

দুই স্পিনার সাজিদ খান এবং আবরার আহমেদও ঘরের মাঠে যথারীতি ডাক পেয়েছেন। গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল এই দুই স্পিনারের। চার ইনিংসে নোমান উইকেট নেন ২০টি এবং সাজিদ ১৯টি।


বিশ্রামে রাখা হয়েছে পেসার মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, মির হামজা ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে। মোহাম্মদ রিজওয়ানের পরিবর্ত কিপার হিসেবে হাসিবউল্লাহর জায়গায় ডাক পেয়েছেন রোহাইল নাজির।



promotional_ad

এ ছাড়া প্রথমবার দলে ডাক পেয়েছেন পেসার কাশিফ আলি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই জাতীয় দলের দুয়ার খুলেছেন কাশিফ। এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু

২৪ ডিসেম্বর ২৪
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও আমির জাঙ্গু, ফাইল ফটো

এ ছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন সালমান আলী আঘা। সিরিজের দুটি টেস্টই হবে মুলতানে। প্রথমটি শুরু আগামী ১৭ জানুয়ারি এবং দ্বিতীয় টেস্ট ২৫ জানুয়ারি থেকে।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হাক, কামরান গুলাম, কাশিফ আলি, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলি আগা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball