ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে ৭টি পরিবর্তন আনল পাকিস্তান
ছবি: পাকিস্তান টেস্ট দল, ফাইল ফটো
দল থেকে আরও বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। চোটের কারণে এই স্কোয়াডে নেই সাইম আইয়ুব ও হাসিবউল্লাহ। দলে ফেরানো হয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ টেস্ট খেলা ব্যাটার ইমাম-উল-হক, মোহাম্মদ হুরাইরা এবং পেসার মোহাম্মদ আলীকে।
ত্রিদেশীয় সিরিজের ভেন্যু বদলে দিলো পাকিস্তান
৯ জানুয়ারি ২৫দুই স্পিনার সাজিদ খান এবং আবরার আহমেদও ঘরের মাঠে যথারীতি ডাক পেয়েছেন। গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল এই দুই স্পিনারের। চার ইনিংসে নোমান উইকেট নেন ২০টি এবং সাজিদ ১৯টি।
বিশ্রামে রাখা হয়েছে পেসার মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, মির হামজা ও পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে। মোহাম্মদ রিজওয়ানের পরিবর্ত কিপার হিসেবে হাসিবউল্লাহর জায়গায় ডাক পেয়েছেন রোহাইল নাজির।
এ ছাড়া প্রথমবার দলে ডাক পেয়েছেন পেসার কাশিফ আলি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেই জাতীয় দলের দুয়ার খুলেছেন কাশিফ। এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু
২৪ ডিসেম্বর ২৪এ ছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন সালমান আলী আঘা। সিরিজের দুটি টেস্টই হবে মুলতানে। প্রথমটি শুরু আগামী ১৭ জানুয়ারি এবং দ্বিতীয় টেস্ট ২৫ জানুয়ারি থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ইমাম-উল-হাক, কামরান গুলাম, কাশিফ আলি, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলি আগা।