promotional_ad

রোহিতকে ইংল্যান্ড সফরে দেখছেন না গিলক্রিস্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রোহিত শর্মার
পুরো সিরিজে রান না পাওয়ায় সিডনি টেস্টের একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা। এমন সিদ্ধান্তের পর ভারতের অধিনায়ক নিজেই জানিয়েছেন, এখানেই শেষ নয়। তবে বেশিরভাগ সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষকদের ধারণা জাতীয় দলে শেষ দেখে ফেলেছেন রোহিত। অ্যাডাম গিলক্রিস্টও মনে করছেন তেমনই। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার তাই ইংল্যান্ড সফরে দেখছেন না রোহিতকে।

promotional_ad

ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রোহিতের। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ডানহাতি এই ওপেনার। পরের তিন টেস্ট অ্যাডিলেড, ব্রিসবেন এবং মেলবোর্নে খেলেছেন তিনি। তবে ব্যাট হাতে রানের দেখা পাননি ভারতের অধিনায়ক। সেই সিরিজে যথাক্রমে ৩, ৬, ১০, ৩ ও ৯ করেছিলেন। এমন পারফরম্যান্সের পর সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত। 


অভিজ্ঞ এই তারকা ব্যাটার শুধু যে বোর্ডার-গাভাস্কার সিরিজে রান পাননি এমন নয়। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে তিন টেস্টের ছয় ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছিলেন। কিউইদের বিপক্ষে যথাক্রমে ২, ৫২, ০, ৮, ১৮ এবং ১১ রান করেছিলেন। এর আগে বাংলাদেশের বিপক্ষে চার ইনিংসে মাত্র ৪২ রান করেছিলেন। লম্বা সময় ধরে ছন্দে না থাকায় রোহিতের শেষ দেখে ফেলেছেন অনেকেই। 


promotional_ad

সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেয়া রোহিতকে আপাতত সাদা পোশাকের ক্রিকেট নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত নিজেদের পরবর্তী টেস্ট খেলবে চলতি বছরের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের মাটিতে। সেখানে রোহিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ আপাতত ভারত কিংবা রোহিতের ভাবনায় কেবলই চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ভারতের অধিনায়ককে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে দেখছেন না গিলক্রিস্ট। 


ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে গিলক্রিস্ট বলেন, ‘রোহিতকে আমি ইংল্যান্ড সফরে দেখছি না। আমার মনে হয়েছে সে বলেছে সে যখন বাড়ি ফিরবে তখন পুরো ব্যাপার মূল্যায়ন করবে। আমি বলতে চাচ্ছি, বাড়িতে গিয়েই সে দুই মাসের শিশুকে দেখবে এবং তার ন্যাপিস পরিবর্তন করতে হবে। এটা হয়ত ইংল্যান্ডে যেতে তাকে উৎসাহিত করতে পারে। কিন্তু আমি তাকে সেটা করতে দেখছি না।’


১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের সেই টুর্নামেন্ট দিয়ে রোহিতের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ দেখছেন গিলক্রিস্ট। তিনি বলেন, ‘আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ টুর্নামেন্ট হবে। তারপরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball