বিসিসিআইতে জয় শাহ'র চেয়ারে স্থায়ী হচ্ছেন সাকিয়া
ছবি: জয় শাহ (বামে), দেবজিৎ সাকিয়া (ডানে), ফাইল ফটো
গতকাল মঙ্গলবার প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন বিসিসিআইয়ের ইলেক্টোরাল অফিসার এবং ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার অকাল কুমার জোতি। এই তালিকায় সেক্রেটারি পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
যার কারণে এবার বিসিসিআইয়ের নির্বাচিত সেক্রেটারি হতে যাচ্ছেন তিনি। তার মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের ট্রেজারার নির্বাচিত হতে যাচ্ছেন প্রভতেজ ভাটিয়া। প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকায় দেখা গেছে এই পদেও কেউ মনোনয়নপত্র জমা দেননি।
ফলে আগামী ১২ জানুয়ারি বিসিসিআইতে হতে যাওয়া নির্বাচনে একটু আগেভাগেই জিতে গেলেন সাকিয়া এবং ভাটিয়া। এর আগে বিসিসিআইয়ের ট্রেজারারের দায়িত্বে ছিলেন আশিস শেলার। কিন্তু গত ডিসেম্বরে ভারতের মহারাষ্ট্র রাজ্যের তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন এই রাজনীতিবিদ।
তারপর থেকে বিসিসিআইয়ের ট্রেজারার পদের দায়িত্ব সামলান ভাটিয়া। বিসিসিআইয়ের নির্বাচন উপলক্ষে গেল সপ্তাহে শেষ হয় মনোনয়ন দাখিলের সময়। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিন বিকেলেই প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।