রিকেলটনের ডাবল সেঞ্চুরি- ভেরেইনার সেঞ্চুরিতে প্রোটিয়াদের রান পাহাড়

ছবি: দুইশ পেরিয়ে গেছেন রায়ান রিকেলটন, ফাইল ফটো

চার উইকেটে ৩১৬ রান নিয়ে শনিবার দিন শুরু করা সাউথ আফ্রিকা যোগ করে আরও ২৯৯ রান। দিনের শুরুতেই ডেভিড বেডিংহামকে বিদায় করেন মোহাম্মদ আব্বাস। ক্যাচটি লুফে নেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। তারপর রিকেলটন ও ভেরেইনার শতরানের জুটিতে এগিয়ে যায় সাউথ আফ্রিকা।
টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস
২৮ মার্চ ২৫
ভেরেইনা তুলে নেন ক্যারিয়ারের চার নম্বর সেঞ্চুরি। তাকে ফিরিয়ে ১৪৮ রানের জুটিটি ভাঙেন আঘা সালমান। ১৪৭ বলে পাঁচটি ছক্কা ও ৯টি চারে বরাবর ১০০ রান করেন ভেরেইনা। প্রথম স্লিপে আমের জামালকে ক্যাচ দেন তিনি।
উইকেটে গিয়েই পাল্টা আক্রমণ শুরু করেন জানসেন। অপরপ্রান্ত থেকে হাত খুলে খেলতে থাকেন রিকেলটনও। দুই জনে মিলে ৬৭ বলে ৮৬ রানের জুটি গড়েন। ৩৪৩ বলে তিনটি ছক্কা ও ২৯ চারে ২৫৯ রানের ইনিংস খেলে বিদায় নেন রিকেলটন। মির হামজার বলে মিড অনে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার।

তারপর জানসেনকেও ফেরান হামজা। ৪২ বলে হাফ সেঞ্চুরি পাওয়া এই অলরাউন্ডার তিনটি ছক্কা ও আটটি চারে ৫৪ বলে ৬২ রান করেন। তবে সাউথ আফ্রিকার ইনিংস তখনও শেষ হয়নি। ৯ নম্বরে নেমে ৩৫ বলে ৪০ রানের ইনিংসে খেলে দলকে ছয়শ রান পার করান কেশভ মহারাজ।
এ দিন উইকেটের পেছনে মোট ছয়টি ক্যাচ নিয়েছেন রিজওয়ান।
ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস
১৪ ঘন্টা আগে
পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও সালমান আঘা। দুটি করে উইকেট নেন মির হামজা ও খুররম শাহজাদ। পাকিস্তানের ইনিংসে চোটের জন্য চলতি সিরিজ থেকে ছিটকে যাওয়া সাইম আইয়ুবের জায়গায় প্রথমবারের মতো ওপেন করতে নেমে ৭৭ বলে চারটি চারে ৩১ রানে ব্যাট করছেন বাবর আজম।
তাকে সঙ্গ দিচ্ছেন ৯ রানে থাকা মোহাম্মদ রিজওয়ান। এই ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শান মাসুদকে (২) হারায় পাকিস্তান। জানসেনের বলে দ্রুত বোল্ড হয়ে ফেরেন কামরান ঘুলাম। শূন্য রানে রাবাদার শিকার হয়ে ফিরে যান সাউদ শাকিল।