promotional_ad

স্টাম্পে লাথি মারায় ক্লাসেনকে জরিমানা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৭৪ বলে ৯৭ রানের ইনিংস খেলেও সাউথ আফ্রিকাকে জেতাতে পারেননি হেনরিখ ক্লাসেন
ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে শাহীন শাহ আফ্রিদির ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে সাইম আইয়ুবের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। হাতে পড়লেও সেটা লুফে নিতে পারেননি তরুণ সাইম। জীবন পেলেও তা খুব বেশি কাজে লাগেনি ক্লাসেনের।

promotional_ad

পরের ওভারে নাসিম শাহর শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে পুল করেছিলেন ডানহাতি এই ব্যাটার। টাইমিংয়ে গড়বড় হওয়ায় সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা ইরফান খানকে ক্যাচ দিয়েছেন ৭৪ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। শেষ ব্যাটার হিসেবে ক্লাসেন আউট হলে ৩৩০ রান তাড়ায় সাউথ আফ্রিকা অল আউট হয়েছে ২৪৮ রানে। 


আরো পড়ুন

নরকিয়া-এনগিডিকে ফিরিয়ে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

১৩ জানুয়ারি ২৫
ট্রফির সঙ্গে লুঙ্গি এনগিডি, ফাইল ফটো

দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ৮১ রানের জয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় সফরকারী পাকিস্তান। নাসিমের বলে পুল করে আউট হওয়ায় রাগে, ক্ষোভে স্টাম্পে লাথি মারেন ক্লাসেন। এমন কাণ্ডের জন্য সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটারকে শাস্তি দিয়েছে আইসিসি। 



promotional_ad

আচরণবিধির লেভেলে-১ এর ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লাসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই সঙ্গে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ডিমেরিট পাওয়ার ঘটনা না থাকায় নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়তে হচ্ছে না ক্লাসেনকে। 


ম্যাচ শেষে সাউথ আফ্রিকার ব্যাটারের বিপক্ষে আচরণবিধি ভঙের অভিযোগ এনেছিলেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, লুবাবালো কুমা, টিভি আম্পায়ার নীতিন মেনন। তাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লাসেনকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ক্লাসেন শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।



সাইম ও সালমান আলী আঘার অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে সফরকারীদের ৩২৯ রানের পুঁজি এনে দিয়েছেন বাবর আজম, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও কামরান গুলাম। বল হাতে পাকিস্তানের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেছেন শাহীন আফ্রিদি, নাসিম ও আবরার আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball