promotional_ad

ব্রিসবেনে বৃষ্টির জয়, অস্ট্রেলিয়া-ভারতের পয়েন্ট ভাগাভাগি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ব্রিসবেনে বৃষ্টির লুকোচুরি, এএফপি
চতুর্থ দিনের শেষ বিকেলে প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বলে আকাশ দীপ যখন গালি দিয়ে চার মারলেন তখন ড্রেসিংরুমে উৎসবে মেতে উঠেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীররা। ব্রিসবেন ভারত যে হারছে না আকাশের সেই চারেই অনেকটা নিশ্চিত হয়েছিল। পুরো ম্যাচে দাপট দেখানো অস্ট্রেলিয়া অবশ্য জয়ের খোঁজেই ছিল। শেষ দিনে এসে ৭ উইকেটে ৮৯ রান তুলেই তাই ইনিংস ঘোষণা দিলেন কামিন্স। ভারতের হয়ে যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল ব্যাটিংয়ে নামলেও ১৩ বলের বেশি খেলার সুযোগ পেলেন না।

promotional_ad

ব্রিসবেনের পুরো টেস্ট জুড়ে বাগড়া দেয়া বৃষ্টি এলো আরও একবার। ভারতের জয় পাওয়াটা কঠিনই ছিল, তবে ১২ পয়েন্ট পাওয়া হলো না অস্ট্রেলিয়ারও। বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে জয় হলো বৃষ্টির। বেরসিক বৃষ্টিতে প্রথম দিনের প্রায় পুরো সময়ই ভেস্তে গেছে। পরের তিনদিনে নিয়মিতভাবে ছিল আসা-যাওয়ার মিছিলে। পঞ্চম দিনে এসেও ‍দু‘বার বাগড়া হয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টির সঙ্গে পেরে উঠতে না পেরে ম্যাচ এক সেশন বাকি থাকতেই ম্যাচ ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। তিন টেস্ট শেষে ১-১ সমতায় অস্ট্রেলিয়া ও ভারত।


৯ উইকেটে ২৫২ রান নিয়ে সকালের শুরুতে ব্যাটিংয়ে নামেন আকাশ ও জসপ্রিত বুমরাহ। চতুর্থ দিনের শেষ বিকেলটা সামাল দিতে পারলেও পঞ্চম দিনে ৮ রানের বেশি যোগ করতে পারলেন না তারা দুজন। ট্রাভিস হেডের ঝুলিয়ে এক ডেলিভারিতে সামনের পায়ে ভর করে ডিফেন্স করতে চেয়েছিলেন আকাশ। তবে বল ব্যাটের কানায় ছুঁয়ে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। আকাশ থামেন ৩১ রানে আর ভারত অল আউট হয় ২৬০ রানে। 


promotional_ad

ভারতের চেয়ে ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তবে ইনিংসের শুরুতেই উসমান খাওয়াজার উইকেট হারায় তারা। বুমরাহর অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ফুলার লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন। তিনে নামা মার্নাস ল্যাবুশেন আউট হয়েছেন বুমরাহর বলে উইকেটের পেছনে ঋষভ পান্তের গ্লাভসে ক্যাচ দিয়ে মাত্র ১ রানে। পরের ওভারে ওপেনার নাথান ম্যাকসুয়েনিকে বিদায় করেছেন আকাশ।


ডানহাতি পেসারের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে কাট করতে গিয়ে বোটম এজ হয়ে পান্ত ক্যাচ দিয়েছেন ৪ রান করা এই ব্যাটার। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও সেটা কাজে লাগাতে পারেননি। আকাশের ষষ্ঠ স্টাম্পের গুড লেংথ ডেলিভারিতে পান্তকে ক্যাচ দেয়ার আগে করেছেন ২ রান। ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে চার মারার একটু পর আউট হয়েছেন স্টিভ স্মিথও। বাকিদের বিদায়ের মাঝেও আক্রমণাত্বক ব্যাটিং করার চেষ্টাই করছিলেন হেড। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটার অবশ্য এবার ১৭ রানের বেশি করতে পারেননি। 


মোহাম্মদ সিরাজের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে সাজঘরে ফিরেছেন। শেষ দিকে দ্রুততার সঙ্গে ক্যারি ২০ এবং কামিন্স ২২ রান করেছেন। অস্ট্রেলিয়ার রান যখন ৭ উইকেটে ৮৯ তখন ইনিংস ঘোষণা দেয় তারা। ভারতের হয়ে বুমরাহ নিয়েছেন তিনটি উইকেট। বাকি দুই পেসার আকাশ ও সিরাজ পেয়েছেন দুটি করে উইকেট। ২৭৫ রান তাড়া করতে নেমে ২.১ ওভারে বিনা উইকেটে ৮ রান তোলেন জয়সাওয়াল ও রাহুল। বৃষ্টির কারণে পরবর্তীতে ম্যাচ শুরু করা সম্ভব না হওয়ায় ড্র হয় ব্রিসবেন টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball