promotional_ad

ফেরার ম্যাচে ছিটকে গেলেন হেজেলউড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট থেকে ফিরেই আবারও চোটে পড়লেন জশ হেজেলউড
চোট কাটিয়ে এক ম্যাচের বিরতি দিয়ে ব্রিসবেন টেস্টে ফিরেছিলেন জশ হেজেলউড। নিজের ফেরার টেস্টে আবারও চোটে পড়েছেন ডানহাতি এই পেসার। পায়ের পেশির চোটে গ্যাবায় নামতে পারছেন না হেজেলউড। এমনকি ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্ট থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

promotional_ad

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন হেজেলউড। যদিও পার্থে ভারতের কাছে ২৯৫ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এমন হারের পর লো গ্রেড সাইড স্ট্রেইন চোটের কারণে অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি তিনি। হেজেলউডের বদলি হিসেবে সেই ম্যাচে খেলেছিলেন স্কট বোল্যান্ড।
 
দুই ইনিংসে ৫ উইকেট নিলেও হেজেলউড সেরে ওঠায় ব্রিসবেন টেস্টের একাদশ থেকে বাদ পড়তে হয় ডানহাতি এই পেসারকে। যদিও অস্ট্রেলিয়ার তারকা পেসারের নতুন চোটে আবারও কপাল খুলছে বোল্যান্ডের। ব্রিসবেন টেস্টের চতুর্থদিন সকালে অনুশীলনের সময় পায়ের পেশির চোটে পড়েন হেজেলউড। 


ভারতের ব্যাটিংয়ের সময় একটু দেরিতে মাঠে নামলেও বল হাতে তুলে নিয়েছিলেন তিনি। ড্রিংকস ব্রেকের সময় অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ এবং ফিজিওর সাথে অনেকটা সময় কথা বলেন ডানহাতি এই পেসার। পরবর্তীতে চোট নিয়ে মাঠ ছাড়েন হেজেলউড। ফলে দিনের বাকি অংশে মাঠে পাওয়া যায়নি তাকে। 


promotional_ad

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, স্ক্যানের পর হেজেলউডের চোটের পরিস্থিতিতে বোঝা যাবে। সহকারী কোচ ড্যানিয়েল ভেটরি দিনের খেলা শেষে জানিয়েছেন, সে খুবই হতাশ। মনে হয় সকালে অনুশীলনের সময় এমনটা হয়েছে। ফিরে এসেই আবারও চোটে পড়া তার জন্য দুর্ভাগ্যজনক। বর্তমান প্রেক্ষাপটে হেজেলউডের জন্য এমন ঘটনা যে কঠিন সেটাও মনে করিয়ে দিয়েছেন ভেটরি।


পার্থে ভারতের বিপক্ষে ২৯৫ রানে হারলেও দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে স্বাগতিকরা জয় পেয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ব্রিসবেনে তৃতীয় টেস্টে ভারতের চেয়ে এখনও ১৯৩ রানে এগিয়ে আছে অজিরা। তবে মাত্র একদিন বাকি থাকায় ড্রয়ের পথে হাঁটছে গ্যাবা টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball