promotional_ad

কলকাতার জার্সিতে আর দেখা যাবে না সাকিবকে?

promotional_ad

আগামী বছরের ২৭ ও ২৮শে জানুয়ারি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১ তম আসরের নিলাম। আর ৪ঠা জানুয়ারির মধ্যেই প্রত্যেক দলকে ধরে রাখা ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে আইপিএল কর্তৃপক্ষের কাছে। এবারের আসর থেকেই পুরনো ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন নিয়ে আসছে আইপিএল।


নতুন নিয়ম অনুযায়ী আইপিএল-১১ থেকে প্রত্যেক দল মাত্র ৫ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। এই সংখ্যাটি গত আসরেও ছিলো দশের অধিক। শুধু তাই নয়, এই পাঁচজনের মধ্যে আবার বিদেশি রাখতে পারা যাবে সর্বোচ্চ ২ জন।


এমতাবস্থায় আগামী আইপিএলে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসা সাকিবকে এবার ছেড়ে দেয়ার জোর সম্ভাবনা আছে কলকাতার। সেক্ষেত্রে তাঁকে দাঁড়াতে হবে নিলামে।  



promotional_ad

এর আগে গত আইপিএল আসরে সাকিবকে  ২ কোটি ৮০ লাখ রুপি দিয়ে রেখে দিয়েছিলো কেকেআর। অপরদিকে নিলামের আগে মরনে মরকেল, কলিন মুনরো এবং জেসন হোল্ডারদের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছিলো তারা।


তবে সেবার ১০ এর বেশি ক্রিকেটার ধরে রাখার রীতি চালু ছিলো আইপিএলে। কিন্তু এবার সেই সুযোগ না থাকায় সাকিবকে কেকেআর আদৌ রাখবে কিনা সেটা নিয়েই এখন বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে। কারণ ভারতের বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগগুলোর বিশ্লেষণ থেকে পাওয়া তথ্য মতে জানা গেছে সাকিবকে রেখে দেয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ কলকাতার।


গত আসরেও এর আভাস কিছুটা পাওয়া গিয়েছিলো। সেবার সাকিবকে কলকাতা রেখে দিলেও মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ১ রান করেছিলেন তিনি। আর বল হাতে ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।



অবশ্য কেকেআর আগ্রহ না দেখালেও অন্য যেকোনো দলই সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভেড়াতে পারে। কারণ কিছুদিন আগে শেষ হওয়া বিপিএল আসরেও বল হাতে দারুণ ফর্মে ছিলেন সাকিব। যদিও কলকাতা তাদের ঘরের ছেলেকে আদৌ ছাড়বে কিনা সেটাই দেখার বিষয়। এর জন্য অপেক্ষায় থাকতে হবে আইপিএলের নিলাম অনুষ্ঠান পর্যন্ত।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball