বিপিএল নিলাম থেকে সরিয়ে নেয়া হচ্ছে ১০-১২ ক্রিকেটারকে

বিপিএল
বিপিএল টি-টোয়েন্টি লোগো, ফাইল ফটো
বিপিএল টি-টোয়েন্টি লোগো, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আগামীকাল অনুষ্ঠিত হবে বিপিএলের নতুন আসরের নিলাম। তবে নিলামের খেলোয়াড় তালিকায় থাকবে না ফিক্সিংয়ে সন্দেহভাজন অন্তত ১০-১২ জন ক্রিকেটারের নাম। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত এই ক্রিকেটারদের বাদ দেয়া হয়েছে।

বিপিএলের নিলামের জন্য স্থানীয় ক্রিকেটারদের খসড়া তালিকায় অভিযুক্তদের নাম ছিল। কিন্তু বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত তালিকা থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। অভিযুক্তদের সরিয়ে ফেলে তালিকাটি গত রাতেই চূড়ান্ত করার কথা রয়েছে।

এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নতুন করে চিঠি পাঠাবে বিসিবি, যেখানে জানাতে হবে এবারের আসরে কারা টিম অফিশিয়াল হিসেবে কাজ করবেন। বোর্ডের নির্দেশনা, ফিক্সিংয়ে সন্দেহভাজন কাউকে যেন দলের সঙ্গে যুক্ত না করা হয়। এমন কেউ থাকলে তাকে বিপিএলের অ্যাক্রিডেশন কার্ডও দেয়া হবে না।

সূত্রের তথ্য অনুযায়ী, তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ২০ জনের বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহের কথা উল্লেখ করেছে। তাদের মধ্যে ক্রিকেটার আছেন ৮-১০ জন, এমনকি জাতীয় দলে খেলা ক্রিকেটারও রয়েছেন।

বিপিএলের আগের আসরে ফিক্সিং বিতর্ক ব্যাপক আকারে ওঠার পরই এই তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। ৯০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের বিপিএল থেকে দূরে রাখার সুপারিশ করা হয়।

পরবর্তীতে সেই প্রতিবেদনের ভিত্তিতে অধিকতর তদন্তের দায়িত্ব দেয়া হয় অ্যালেক্স মার্শালকে। তাঁর প্রতিবেদনও গত রাতেই বিসিবির কাছে পৌঁছানোর কথা, যেখানে আসন্ন বিপিএল থেকে অভিযুক্তদের দূরে রাখার সুপারিশ পুনরায় তুলে ধরা হয়েছে।