সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। বিপিএলের আগামী আসরের জন্য তাসকিন আহমেদ ও সাইফ হাসানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। বিদেশি ক্রিকেটার হিসেবে তাদের হয়ে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও উসমান খানকে। এখনো কোনো বিদেশি ক্রিকেটারের আনুষ্ঠানিক খবর জানায়নি রাজশাহী ওয়ারিয়র্স।
দেশি ক্রিকেটার হিসেবে অবশ্য নাজমুল হোসেন শান্তর সঙ্গে তানজিদ হাসান তামিমের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আবারও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান। ডানহাতি এই উইকেটকিপারের সঙ্গে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান ও ইতালির ওয়েইন ম্যাডসেন। এ ছাড়া ডেভিড মালান, কাইল মেয়ার্স ও খাওজা নাফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।
প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে দেখা যাবে সৌম্য সরকার, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস ও জনসন চার্লসকে। সিলেট টাইটান্সের চুক্তি হয়েছে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরের সঙ্গে। চট্টগ্রাম রয়্যালস এখনো দলে টেনেছে শেখ মেহেদী, তানভির ইসলাম ও পাকিস্তানের আবরার আহমেদকে।
নিলামের আগে বিপিএলে ৬ দলের স্কোয়াড:
ঢাকা ক্যাপিটালস— তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস এবং উসমান খান।
রংপুর রাইডার্স— নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, ওয়েইন ম্যাডসেন।
নোয়াখালী এক্সপ্রেস— সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস এবং কুশল মেন্ডিস।
সিলেট টাইটান্স— মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আইয়ুব।
রাজশাহী ওয়ারিয়র্স— তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রাম রয়্যালস— শেখ মেহেদী, তানভির ইসলাম এবং আবরার আহমেদ।