স্যামসন নয়, রুতুরাজই থাকছেন চেন্নাইয়ের অধিনায়ক

ফ্র্যাঞ্চাইজি লিগ
স্যামসন নয়, রুতুরাজই থাকছেন চেন্নাইয়ের অধিনায়ক
রুতুরাজ গায়কোয়াড়, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জল্পনার মাঝেই নেতৃত্ব প্রসঙ্গে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিল চেন্নাই সুপার কিংস। আলোচনায় থাকা সাঞ্জু স্যামসনকে অধিনায়ক করছে না দলটি। আগের দুই মৌসুমের হতাশার পরও দলের নেতৃত্ব থাকছে রুতুরাজ গায়কোয়াড়ের কাঁধেই।

ট্রেড উইন্ডোর দলবদল শেষে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে চেন্নাই। এরপরই নিশ্চিত করা হয়, অধিনায়ক হিসেবে রুতুরাজকেই রেখে দিচ্ছে তারা। পারফরম্যান্স কাঙ্ক্ষিত না হলেও তার ওপরই আস্থা বজায় রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৩ মৌসুমে শিরোপা জেতার পর ২০২৪ সাল শুরুর আগেই অধিনায়কত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব পান রুতুরাজ। প্রথম মৌসুমে পঞ্চম স্থানে শেষ করে চেন্নাই। আর গত মৌসুমে ১৪ ম্যাচে মাত্র চার জয় নিয়ে ১০ দলের মধ্যে শেষ স্থানে ছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

চোটের কারণে রুতুরাজ অবশ্য গত মৌসুমে খেলেছিলেন মাত্র পাঁচটি ম্যাচ। দলের পারফরম্যান্সে তার অনুপস্থিতি স্পষ্টই ছিল।

ট্রেড উইন্ডোতে তারা রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে ১৮ কোটি রুপিতে দলে নেয় স্যামসনকে। রাজস্থানের হয়ে দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা থাকায় তাকে অধিনায়ক করা হতে পারে, এমন আলোচনা জোর পেয়েছিল।

তবে চেন্নাই আবারও আস্থা রাখল নিজেদের প্রতিষ্ঠিত কাঠামো ও পুরোনো খেলোয়াড়দের ওপর। আইপিএলে পুরো ক্যারিয়ারই চেন্নাইয়ের হয়ে খেলা রুতুরাজের জন্য ২০২৬ আসর হবে তার সপ্তম মৌসুম।

আরো পড়ুন: রুতুরাজ গায়কোয়াড়