আবুধাবিতে হতে যাওয়া নিলামের আগে ১৫ নভেম্বর ভারতীয় সময় দুপুর তিনটার মধ্যে রিটেইন ও ছেড়ে ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সবাই তালিকা জমা দিলে পরবর্তীতে নিলামের জন্য ক্রিকেটারদের ক্যাটাগরি ও তালিকা চূড়ান্ত করবে আয়োজকরা। এ ছাড়া এক মাসের মধ্যে নতুন করে নতুন করে নিবন্ধনের সুযোগ থাকবে ক্রিকেটারদের কাছে।
অন্যান্য মিনি নিলামের মতো এবারও একদিনের আয়োজন। আইপিএলের আগামী আসরের আগে ট্রেড করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিরা চাইলে ক্রিকেটারদের ট্রেড করতে পারবে। এ ছাড়া আইপিএল শুরুর এক মাস আগেও ট্রেড করা যাবে। তবে আগামী নিলাম থেকে যাদেরকে কিনে নেয়া হবে তাদেরকে ট্রেড করার সুযোগ থাকছে না দলগুলোর কাছে।
এখনো পর্যন্ত পাঁচটি দল ট্রেড করেছে। যেখানে আইপিএলের অন্যতম সেরা ট্রেড হয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। উইকেটকিপার ব্যাটার সাঞ্জু স্যামসনকে দলে নিতে রাজস্থানকে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে দিচ্ছে চেন্নাই। তাদের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স ট্রেড করেছে।
মহসিন খান চোটে পড়ায় আইপিএলের গত আসরের সময় লক্ষ্ণৌতে যোগ দিয়েছিলেন শার্দুল ঠাকুর। দলটির হয়ে ১০ ম্যাচে ১১.০২ ইকনোমি রেটে ১৩ উইকেট নিয়েছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। তবে নতুন মৌসুম শুরুর আগে মুম্বাইয়ের সঙ্গে তাকে ট্রেড করেছে লক্ষ্ণৌ। ২ কোটি রুপিতে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ক্যাশ অন ট্রেড করলেও অর্জুন টেন্ডুলকারকে ছেড়ে দিয়েছে মুম্বাই।
গত মৌসুমের মেগা নিলাম থেকে ৩০ লাখ রুপিতে কেনা বাঁহাতি পেসারকে লক্ষ্ণৌতে পাঠাচ্ছে তারা। অর্জুন যাতে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পান এজন্য তাকে ছেড়ে দিয়েছে মুম্বাই। এ ছাড়া গুজরাট থেকে ২ কোটি ৬০ লাখ রুপিতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফান রাদারফোর্ডকে দলে নিয়েছে তারা।