ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল, বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপজয়ী দলের সদস্য ছিলেন ওয়াটসন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের প্রথম শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল ক্যারিয়ার শেষ করেন। ২০১৮ সালে শিরোপা জিতেছিল চেন্নাই।
সেবার ফাইনালে সেঞ্চুরি করার পাশাপাশি ১৫ ইনিংসে ৫৫৫ রান করেছিলেন ওয়াটসন। এ ছাড়া ২০১৬ ও ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়েও আইপিএল খেলেছেন তিনি। ১২ মৌসুমে চারটি সেঞ্চুরির পাশাপাশি ২১ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৮৭৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া পেস বোলিংয়ে নিয়েছেন ৯২ উইকেট।
পেশাদার ক্রিকেট ছেড়ে দেয়ার পর ধারাভাষ্যে যোগ দেন ওয়াটসন। পরবর্তীতে ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংয়ের সহকারী ছিলেন তিনি। সেই চাকরি ছেড়ে মেজর লিগ ক্রিকেটে সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্ব নেন। তিন মৌসুম কাজ করার পর কদিন আগেই দায়িত্ব ছাড়েন তিনি। এবার যুক্ত হলেন আইপিএলের তিনবারের শিরোপা জেতা কলকাতার সঙ্গে।
ওয়াটসনকে কোচিং প্যানেলে যুক্ত করা প্রসঙ্গে এক বিবৃতিতে কলকাতা জানায়, ‘কেকেআর পরিবারে শেন ওয়াটসনকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি সর্বোচ্চ স্তরের একজন খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা আমাদের দলের সংস্কৃতি এবং প্রস্তুতিতে অপরিসীম মূল্য যোগ করবে। টি-টোয়েন্টি সংস্করণে তাঁর অভিজ্ঞতা বিশ্বমানের। কলকাতা মাঠে এবং মাঠের বাইরে ওয়াটসনের অবদানের জন্য অপেক্ষা করছে।’
কলকাতায় সহকারী কোচ হয়ে ওয়াটসন বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। আমি সবসময় কেকেআর ভক্তদের আবেগ এবং শ্রেষ্ঠত্বের প্রতি দলের প্রতিশ্রুতির প্রশংসা করেছি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে কোচিং গ্রুপ এবং খেলোয়াড়দের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
আইপিএলে তিনবার শিরোপা জেতা কলকাতার প্রধান কোচ হিসেবে আছেন অভিষেক। গৌতম গম্ভীর চলে যাওয়ার পর পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, কলকাতার কোচিং স্টাফে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের টিম সাউদিকে।