বিপিএল নিলামের বিস্তারিত প্রকাশ করল বিসিবি

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএল নিলাম
বিপিএল ড্রাফটের ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দীর্ঘ ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে আগামী ২১ নভেম্বর। বিপিএলের সর্বশেষ কয়েকটি আসরে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। এবারের বিপিএলে অংশ নেয়া পাঁচ দল নিলামের সুযোগ পাচ্ছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল ইতোমধ্যে স্থানীয় খেলোয়াড়দের জন্য নিলামের নিয়ম-কানুন নির্ধারণ করেছে। এবার ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরিতে বেস প্রাইস ধরা হয়েছে ৫০ লাখ টাকা, যেখানে প্রতিটি দল একজন করে খেলোয়াড় নিতে পারবে। ‘বি’ ক্যাটাগরির বেস প্রাইস ৩৫ লাখ টাকা, এই ক্যাটাগরি থেকে নিতে হবে দুইজন।

‘সি’ ক্যাটাগরির বেস প্রাইস ২২ লাখ টাকা, এখান থেকেও তিনজন করে ক্রিকেটার নিতে হবে। ‘ডি’ ক্যাটাগরিতে বেস প্রাইস ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরিতে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ১১ লাখ টাকা, যেখানে যথাক্রমে তিনজন, দুইজন ও দুইজন ক্রিকেটার নিতে হবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। স্থানীয় খেলোয়াড়দের জন্য বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা, যা দুইজন স্থানীয় ডাইরেক্ট সাইন বাদে গণনা করা হবে।

নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে প্রতিটি দলকে। এ ছাড়া নিলামের আগে সর্বোচ্চ দুইজন স্থানীয় খেলোয়াড় সরাসরি চুক্তিতে নেয়ার সুযোগ থাকবে। নিলাম প্রক্রিয়ায় বিডিং শুরু হবে প্রতিটি খেলোয়াড়ের বেস প্রাইস থেকে, এবং পরবর্তী বিড হবে নির্ধারিত ইনক্রিমেন্ট অনুযায়ী।

এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের জন্য থাকছে পাঁচটি ক্যাটাগরি- ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’। প্রতিটি ক্যাটাগরিতে বেস প্রাইস ও বিড ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ডলারে। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার মার্কিন ডলার, যেখানে প্রতিটি বিড বাড়বে ৫ হাজার ডলার করে।

‘বি’ ক্যাটাগরিতে বেস প্রাইস ২৫ হাজার ডলার এবং ইনক্রিমেন্ট ৩ হাজার ডলার। ‘সি’ ক্যাটাগরিতে বেস প্রাইস ২০ হাজার, ইনক্রিমেন্ট ২ হাজার; ‘ডি’ ক্যাটাগরিতে ১৫ হাজার বেস প্রাইস ও ১,৫০০ ইনক্রিমেন্ট। আর ‘ই’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য বেস প্রাইস নির্ধারিত হয়েছে ১০ হাজার ডলার, যেখানে প্রতিটি বিড বাড়বে ১ হাজার ডলার করে।

দল গঠন ও বাজেটের ক্ষেত্রে বিদেশি খেলোয়াড়দের জন্য কিছু নির্দিষ্ট নিয়মও নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন থাকবে উন্মুক্ত, তবে প্রতিটি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন অনুমোদন করতে হবে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড় কিনতে হবে বাধ্যতামূলকভাবে। বিদেশি খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের নির্ধারিত বাজেট রাখা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যেখানে নিলামের আগে ও পরে সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ থাকবে।

বিপিএলে একাদশে ৩ বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম নিয়ে গুঞ্জন ছিল। তবে বিসিবি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিরা ৪ বিদেশি ক্রিকেটার একাদশে রাখতে পারবে। রিজার্ভ ক্রিকেটারসহ ফ্র্যাঞ্চাইজিরা ২২ সদস্যের স্কোয়াড ম্যাচে নামতে পারবে। তাদের সঙ্গে থাকতে পারবে ১২ টিম অফিশিয়ালসও।

আরো পড়ুন: বিপিএল