বিপিএলে বরিশাল খেললে তামিমও খেলবেন: মিজানুর

ফ্র্যাঞ্চাইজি লিগ
এই বিপিএলে বরিশাল খেললে তামিমও খেলবেন: মিজানুর
তামিম ইকবাল ও মিজানুর রহমান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরে দুবারই শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। অথচ আসন্ন বিপিএলে দলটির অংশগ্রহণ করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কেননা আগামী ডিসেম্বরে বিপিএল চান না দলটির কর্ণধার মিজানুর রহমান।

মূলত বিসিবি নির্বাচন, সেই নির্বাচনে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমানের ভোটাধিকার হারানো, বরিশাল অধিনায়ক এবং দলটির অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবালের নির্বাচন বর্জন সহ নানা কারণে বিপিএলে অংশ না নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বরিশালের।

তবে সেই গুঞ্জন 'কিছুটা' উড়িয়ে দিয়েছেন মিজানুর। ডিসেম্বরে বিপিএল না হয়ে আরো কয়েকমাস পরে হলে এবারের আসরে অংশগ্রহণ না করার কোনো কারণ দেখছেন না তিনি। যদিও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরেই আয়োজিত হবে ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগটির ১২তম আসর।

সম্প্রতি ক্রিকবাজে দেয়া এক সাক্ষাতকারে মিজানুর বলেন, 'আমি বলিনি আমরা বিপিএলে খেলব না, যদি সময়টা বদলায়, তাহলে অবশ্যই খেলব। কারণ আমরা সবসময় ক্রিকেটের সঙ্গেই ছিলাম, বাইরে না। আমি যা বলেছি, তা হলো, এই অল্প সময়ের মধ্যে আমাদের মতো একটি দলের জন্য খেলাটা কঠিন হবে।'

'তাই আমরা চেয়েছিলাম সময়টা কিছুটা বাড়াতে। সবাই আমাকে ফোন করছে, আমি বিসিবিকেও বলেছি যে সময়টা খুবই কম, আর এতে আমাদের মতো দলের জন্য প্রস্তুতি নেয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে।'

এমন দাবির পেছনের কারণও ব্যাখ্যা করেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক। সেই সঙ্গে ফরচুন বরিশালকে ছাড়া বিপিএল আয়োজন করাটাও ঠিক হবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

'দলে খেলোয়াড় থাকলেও আমাদের তো ফান্ড জোগাড় করতে হয়, যেসব উপকরণ দরকার সেগুলো কিনতে হয়, খেলোয়াড়দের নিয়ে আসতে হয়। এই এক থেকে দেড় মাসের মধ্যে। এমনকি যদি ২৪ ঘণ্টা কাজ করি, তাও করা সম্ভব না। আমি অন্য একটা সময় চেয়েছি, দেখি বিসিবি কী বলে।'

'আমি মনে করি না কোনো ভালো দল এত কম সময়ের মধ্যে খেলতে চাইবে। চাইলে রংপুরকে জিজ্ঞেস করুন। আমার ধারণা, যেসব দলের অভিজ্ঞতা কম, তারাই খেলতে রাজি হবে। শুধুমাত্র করতেই হবে বলে বিপিএল করা আমি সঠিক মনে করি না। আর ফরচুন বরিশাল ছাড়া বিপিএল করাটাও ঠিক হবে না বলে আমি মনে করি।'

ফরচুন বরিশালের অংশগ্রহণ ছাড়াও আলোচনায় আছে তামিম ইকবালের বিপিএলে অংশগ্রহণ। কিছুদিন আগে বিসিবির সভাপতি হতে চেয়ে খেলা থেকে দূরে থাকার ঘোষণাও দেন তামিম। এমনকি বিসিবি নির্বাচনের পর দেশের বৃহৎ সংখ্যক ক্লাব নিয়ে ক্রিকেট বর্জনের ঘোষণাও দেন সাবেক এই ওপেনার। যদিও মিজানুরের দাবি, ফরচুন বরিশাল বিপিএল খেললে, তামিমও খেলবেন সেই দলের হয়েই।

'আমি মনে করি না যে তামিম বিপিএলে খেলবেন না। তিনি সম্ভবত সাধারণ খেলা বয়কটের কথা বলেছিলেন। যদি বিপিএল হয়, আমি তাকে অনুরোধ করব খেলতে। আমার মনে হয়, বরিশাল খেললে সেও খেলবে।'

ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের পাশাপাশি একটি ভেন্যু বাড়িয়ে ৫ দল নিয়ে এবার বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। আর টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা এ বছরের ডিসেম্বরের শেষদিকেই।

আরো পড়ুন: তামিম ইকবাল