সব ধরনের ক্রিকেট থেকে অবসরে অমিত মিশ্র

ফ্র্যাঞ্চাইজি লিগ
সব ধরনের ক্রিকেট থেকে অবসরে অমিত মিশ্র
সব ধরনের ক্রিকেট থেকে অবসরে অমিত মিশ্র, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। প্রায় ২৫ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের ইতি টেনেছেন এই লেগ-স্পিনার। বিদায়বেলায় বিসিসিআইসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

মিশ্রের আন্তর্জাতিক ক্যারিয়ারে ছিল ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০টি টি‑টোয়েন্টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫৬টি উইকেট নেন তিনি। নিয়মিত ইনজুরির মধ্যে থাকায় জাতীয় দলে কখনোই তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি।

৪২ বছর বয়সী মিশ্র বলেন, 'এই ২৫ বছরের আমার ক্রিকেট জীবনের প্রতিটি মুহূর্ত স্মরণীয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ বিসিসিআই, প্রশাসন, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সাপোর্ট স্টাফ, সহ‑খেলোয়াড়দের এবং আমার পরিবারের সকলের কাছে, যারা সবসময় আমার পাশে ছিলেন।'

'আমি ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই, যাদের ভালোবাসা ও সমর্থন যেখানেই এবং যখনই আমি খেলেছি, যাত্রাকে স্মরণীয় করে তুলেছে। ক্রিকেট আমাকে অগণিত স্মৃতি ও অমূল্য শিক্ষা দিয়েছে এবং মাঠের প্রতিটি মুহূর্ত আমার জীবনে অম্লান থাকবে।'

তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মাইলফলকগুলোর মধ্যে রয়েছে ২০০৮ সালে আইপিএলে প্রথম হ্যাটট্রিক করা। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে হ্যাটট্রিক করার পর কিংস ইলেভেন পাঞ্জাব (২০১১) ও সানরাইজার্স হায়দরাবাদের (২০১৩) হয়েও হ্যাটট্রিক করেন তিনি।

আইপিএলে মিশ্রর পারফরম্যান্স ছিল অসাধারণ। ১৬২ ম্যাচে ১৭৪ উইকেট নিয়েছেন তিনি, গড় ছিল প্রায় ২৩। সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় আট নম্বরে আছে তার নাম। অবসরের পরও ক্রিকেটের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন মিশ্র।

আরো পড়ুন: অমিত মিশ্র