আইপিএলে নিয়ম ভাঙায় মোদিকে আদালতে নিতে চেয়েছিল সনি টিভি

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএলে নিয়ম ভাঙায় মোদিকে আদালতে নিতে চেয়েছিল সনি টিভি
বলিউড তারকা শাহরুখ খান ও প্রীতি জিনতার সঙ্গে ললিত মোদি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০০৮ সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে সম্প্রচারের নিয়ম ভেঙেছিলেন টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান ললিত মোদি। সম্প্রতি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানান তিনি।

ওই বছর কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়েই আইপিএলের যাত্রা শুরু হয়। মোদির দাবি সে সময় টিভি সম্প্রচার স্বত্বে একচেটিয়া চুক্তি থাকা সত্ত্বেও তিনি আরও কয়েকটি চ্যানেলকে লাইভ দেখানোর অনুমতি দেন। মূলত প্রথম ম্যাচের দর্শকসংখ্যা নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নেন।

মোদি বলেন, 'সবকিছু নির্ভর করছিল ওই একটা ম্যাচের ওপর। আমি সেদিন সব নিয়ম ভেঙেছিলাম। সনি’র সঙ্গে একচেটিয়া চুক্তি করেছিলাম, কিন্তু তাদের তখন সেই পর্যায়ের রিচ ছিল না। আমি বলেছিলাম, সিগন্যাল খুলে দাও। তখন এটা সবখানেই দেখা যাচ্ছিল। যেসব সম্প্রচারকারী হেরে গিয়েছিল, তাদের বলেছিলাম, তোমরাও লাইভ যাও।'

তিনি আরও বলেন, 'সনি বলেছিল, ‘তোমাকে আমি আদালতে নেব।’ আমি বলেছিলাম, ‘পরে নিও, এখন না। আমাদের এখনই লাইভ যেতে হবে, কারণ তোমাদের রিচ নেই।’ আমার দরকার ছিল সবাই যেন প্রথম ম্যাচ দেখে। যদি প্রথম ম্যাচ ব্যর্থ হতো, আমি শেষ হয়ে যেতাম।'

এর আগে আইপিএল ২০০৮ আসরে ঘটে যাওয়া আলোচিত ‘স্ল্যাপগেট’ ঘটনার ভিডিও ফাঁস করে আবারও সমালোচিত হন মোদি। সেই ঘটনায় হরভজন সিং চড় মেরেছিলেন এস শ্রীশান্তকে। অনেক বছর পর ভিডিও প্রকাশ করায় মোদিকে দায়ী করেন হরভজন।

হরভজন বলেন, 'যেভাবে ভিডিওটি ফাঁস হয়েছে, সেটা ঠিক হয়নি। এটার পেছনে হয়তো কোনো স্বার্থ আছে। এমন একটা ঘটনা যা ১৮ বছর আগের, মানুষ ভুলে গিয়েছিল। এখন সেটা আবার মনে করিয়ে দেয়া হচ্ছে।'

আরো পড়ুন: ললিত মোদি