‘আপনাদের এই ক্ষতি আমাদের গল্পের অংশ’, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কোহলি

বিরাট কোহলি, ফাইল ফটো
বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপনে হতাহতের ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় হতাহতদের নিজেদের 'গল্পের অংশ' হিসেবে বিবৃতি দিয়েছেন তিনি।

promotional_ad

৪ জুন বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে আয়োজিত জমকালো বিজয় মিছিলে পদদলিত হয়ে ১১ জন প্রাণ হারান এবং প্রায় ৫০ জনেরও বেশি আহত হন। রাজ্য সরকারের তদন্ত প্রতিবেদনে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং যথাযথ অনুমোদন না থাকা অনুষ্ঠান আয়োজনে আরিসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দায়ী করা হয়।


আরো পড়ুন

‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হিসেবে না, কোহলি খেলতে চান সিংহের মতো

২৪ আগস্ট ২৫
বিরাট কোহলির (ডানে) সঙ্গে স্বস্তিক চিকারা, ফাইল ফটো

এ নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও কোহলি তার বার্তায় বলেন, 'জুনের ৪ তারিখের মতো হৃদয়ভাঙা পরিস্থিতির জন্য জীবন আপনাকে কখনো প্রস্তুত করে না… আপনাদের এই ক্ষতি এখন আমাদের গল্পের অংশ।'


'আমি প্রতিনিয়ত ভাবছি এবং প্রার্থনা করছি সেই পরিবারগুলোর জন্য যাদের আপনজন আমাদের ছেড়ে চলে গেছেন। যারা আহত হয়েছেন, তাদের প্রতিও আমার সমবেদনা রয়েছে।'


promotional_ad



আরো পড়ুন

চিন্নাস্বামীর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লাখ রুপি দেবে বেঙ্গালুরু

৩০ আগস্ট ২৫
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় মিছিলের অনুষ্ঠানে বিরাট কোহলি, ফাইল ফটো

এই ঘটনার পর বেঙ্গালুরু ‘আরসিবি কেয়ার্স’ নামে একটি সহায়তা উদ্যোগ চালু করে। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নিহত প্রত্যেক পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে অর্থ সহায়তা দেয়া হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।


রাজ্য সরকারের তদন্তে বলা হয়, এর পেছনে প্রধান কারণ ছিল অপরিকল্পিত জনসমাগম এবং নিরাপত্তার ঘাটতি। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, আয়োজনে কোনো পূর্ব অনুমতি নেয়া হয়নি এবং ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি ছিল না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball