‘আপনাদের এই ক্ষতি আমাদের গল্পের অংশ’, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কোহলি

ছবি: বিরাট কোহলি, ফাইল ফটো

৪ জুন বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে আয়োজিত জমকালো বিজয় মিছিলে পদদলিত হয়ে ১১ জন প্রাণ হারান এবং প্রায় ৫০ জনেরও বেশি আহত হন। রাজ্য সরকারের তদন্ত প্রতিবেদনে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং যথাযথ অনুমোদন না থাকা অনুষ্ঠান আয়োজনে আরিসিবি, ডিএনএ এন্টারটেইনমেন্ট ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দায়ী করা হয়।
‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হিসেবে না, কোহলি খেলতে চান সিংহের মতো
২৪ আগস্ট ২৫
এ নিয়ে দীর্ঘদিন চুপ থাকলেও কোহলি তার বার্তায় বলেন, 'জুনের ৪ তারিখের মতো হৃদয়ভাঙা পরিস্থিতির জন্য জীবন আপনাকে কখনো প্রস্তুত করে না… আপনাদের এই ক্ষতি এখন আমাদের গল্পের অংশ।'
'আমি প্রতিনিয়ত ভাবছি এবং প্রার্থনা করছি সেই পরিবারগুলোর জন্য যাদের আপনজন আমাদের ছেড়ে চলে গেছেন। যারা আহত হয়েছেন, তাদের প্রতিও আমার সমবেদনা রয়েছে।'

চিন্নাস্বামীর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লাখ রুপি দেবে বেঙ্গালুরু
৩০ আগস্ট ২৫
এই ঘটনার পর বেঙ্গালুরু ‘আরসিবি কেয়ার্স’ নামে একটি সহায়তা উদ্যোগ চালু করে। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, নিহত প্রত্যেক পরিবারের জন্য ২৫ লাখ রুপি করে অর্থ সহায়তা দেয়া হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।
রাজ্য সরকারের তদন্তে বলা হয়, এর পেছনে প্রধান কারণ ছিল অপরিকল্পিত জনসমাগম এবং নিরাপত্তার ঘাটতি। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, আয়োজনে কোনো পূর্ব অনুমতি নেয়া হয়নি এবং ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি ছিল না।