
শেষ বলের রোমাঞ্চে জয় পেল সাকিবের অ্যান্টিগা
জিততে হলে শেষ ৬ বলে ১২ রানের সমীকরণ সামনে ছিল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের। বার্বাডোস রয়্যালসের পেসার শেরফান রাদারফোর্ট প্রথম দুটি বলই করেন ওয়াইড। ফলে ৬ বলে ১০ দরকার ছিল অ্যান্টিগার। তখনও ব্যাটিংয়ে আদ্রিস গুস ও ইমাদ ওয়াসিম। প্রথম বলটি ডিপ এক্সট্রা কাভারে ঠেলে ২ রান নেন ইমাদ। পরের বলে আবার ওয়াইড।