বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান পাইলটের

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান পাইলটের
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাসুদ পাইলট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। দীর্ঘ ১৪ বছর পাড়ি দিলেও বৈশ্বিক পরিমণ্ডলে এখনও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এর জন্য টুর্নামেন্টের আয়োজকদের দুষছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বিপিএল যখন শুরু হয়েছিল, তখন নামিদামি সব ব্র্যান্ড বিপিএলে দল নেয়ার জন্য উঠেপড়ে লাগত। তবে সময়ের পরিক্রমায় এই অবস্থা অনেকটাই বদলে গেছে। বিপিএলের প্রতি আসরেই বদলে যায় ফ্র্যাঞ্চাইজি। অনেক ফ্র্যাঞ্চাইজি এক আসরের বেশিও স্থায়ী হতে পারে না। এর ফলে বিপিএলের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে।

বিপিএলের এই অধঃপতন নিয়ে পাইলট বলেছেন, 'বিপিএল দলের মালিক যারা, তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আয়োজক, বিশেষ করে বিসিবি, খুব শক্ত হাতে হ্যান্ডেল করা উচিত আমার কাছে মনে হয়, যদি আপনি বিপিএলকে ওই মানে নিয়ে যান। কারণ বিপিএল সুন্দর একটা ভবিষ্যৎ আছে, এখান থেকে মার্কেটিংয়ের অনেক জায়গা আছে।'

তিনি আরও বলেন, 'খেলোয়াড় তৈরি করার জায়গা আছে, বিপিএল থেকে খেলা প্রচারণার অনেক সুন্দর জায়গা আছে, বিপিএলটাকে নিয়ে আপনি বিভিন্ন বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া, এখন যেমন তিনটা মাঠে খেলা হয়, তো এটাকে কি করে পাঁচটা মাঠে খেলা দেয়া যায় বা ছয়টা মাঠে খেলানো যায়, মানে হোম অ্যান্ড অ্যাওয়েতে যদি যেতে হয়, তো সেই জায়গাগুলো করতে হলে আপনাকে কিন্তু শূন্য থেকে শুরু করতে হবে।'

বিপিএলের গত আসরে বেশ কিছু ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। এরপরই নড়েচড়ে বসেছে বিসিবি। তারা এসব ঘটনার তদন্ত করছে। সেখানেই বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উঠে এসেছে। এমনকি ফ্র্যাঞ্চাইজিদের নামও এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। পাইলট মনে করেন বিপিএলকে দুর্নীতি মুক্ত রাখতে কাদের হাতে দল পরিচালনার ভার দেয়া হচ্ছে এই বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা উচিত।

তিনি বলেন, 'আমার মতে, যেকোনো একটি আয়োজনকে সফল করতে প্রতিটি অংশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দলের মালিকানার স্বচ্ছতা, পৃষ্ঠপোষকদের ভূমিকা, আম্পায়ারিংয়ের মান এবং ভালো উইকেটের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ম্যাচ যেন পাতানো না হয়, সেজন্য একটি উপযুক্ত পরিবেশ ও প্রক্রিয়া তৈরি করতে হবে। কাদেরকে দলের মালিক হিসেবে আনা হচ্ছে, সেটি সতর্কভাবে বিবেচনা করতে হবে, কারণ মালিকানার ধরনই অনেকাংশে বুঝিয়ে দেয় যে দলগুলো কোনো অনৈতিক কাজে জড়াবে কি না।'

বিপিএলে বিসিবির তদারকির অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন পাইলট। তার বিশ্বাস সবাই যদি ত্যাগ স্বীকার করে নিজেদের সেরাটা দেন তাহলে ভালো একটি বিপিএল আয়োজন করা সম্ভব। এমনকি বিপিএলের সামগ্রিক মানও উন্নয়ন সম্ভব। তাই সংশ্লিষ্ট সবাইকে এই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

তিনি বলেন, 'ড্রেসিংরুম থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে যদি যথাযথ তদারকি করা যায় এবং সবাই যদি সেরাটা দেওয়ার জন্য ত্যাগ স্বীকার করে, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। সবখানেই ভালো-মন্দ মানুষ থাকে, কিন্তু আমি বিশ্বাস করি, এভাবে কাজ করলে টুর্নামেন্টের সামগ্রিক মান উন্নত হবে। এই মানোন্নয়নের জন্য সবাইকে ভালো দিকগুলোকে প্রাধান্য দিয়ে দলগতভাবে বিপিএলকে এগিয়ে নিতে কাজ করতে হবে।'

আরো পড়ুন: খালেদ মাসুদ পাইলট