যুক্তরাষ্ট্রে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন সাকিব

ফাইল ছবি
১৪ আগষ্ট শুরু হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ১১ রান করা বাঁহাতি স্পিনার বোলিংয়ে এক ওভারে দিয়েছেন ৬ রান। সিপিএলে খেলা চলাকালীনই যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে দল পেয়েছেন সাকিব।

promotional_ad

কদিন আগে ড্রাফট হলেও টুর্নামেন্ট শুরুর সপ্তাহ দুয়েক আগে ইন্টারন্যাশনাল ওয়াইল্ড কার্ড ক্যাটাগরিতে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছে আটালান্টা ফায়ার। সবকিছু ঠিক থাকলে সিপিএল শেষেই যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।


আরো পড়ুন

শেষ বলের রোমাঞ্চে জয় পেল সাকিবের অ্যান্টিগা

৬ সেপ্টেম্বর ২৫
সিপিএল

মাইনর লিগ ক্রিকেটের সাউদার্ন ডিভিশনের দল হিসেবে খেলে আটালান্টা। তাদের ডিভিশনে রয়েছে ওরলান্ডো গ্যালাক্সি, লডারডেল লায়ন্স, মরিসভিলে র‌্যাপ্টোর্স, বাল্টিমোর রয়্যালস ও আলাটাল্টা লাইটিং। ৩০ আগষ্ট ওরলান্ডো গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আটালান্টা ফায়ার।


promotional_ad

২০ ওভারের টুর্নামেন্টে গ্রুপের সবার সঙ্গেই দু’বার করে খেলবে তারা। ২৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আটালান্টা লাইটিংয়ের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুইটি দল সুযোগ পাবে সুপার এইটে। চার গ্রুপের ৮ দল নিয়ে ৩০ সেপ্টেম্বর শুরু হবে প্লে-অফ। টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ অক্টোবর।


আরো পড়ুন

আফগানিস্তান হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী বুলবুল

১ ঘন্টা আগে
ফাইল ছবি

সাকিব ছাড়াও আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলা স্টিভেন টেলর ও অ্যারন জোন্স। বাংলাদেশের রংপুর রাইডার্সের সঙ্গে পার্টনারশিপ থাকায় জোন্স ও টেলর তাদের হয়ে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এ ছাড়া আরিয়ান প্যাটেল, জুনোয় ড্রাইসডেল, সানি প্যাটেল ও পল পালমারা খেলবেন দলটির হয়ে।


আটালান্টা ফায়ার— সাকিব আল হাসান, জুনোয় ড্রাইসডেল, অ্যাশ ডেভ, রিশি পান্ডে, ভিরাজ ভাগেলা, স্টিভেন টেলর, অ্যারন জোন্স, জামার হ্যামিল্টন, পল পালমার, সানি প্যাটেল, পার্থ প্যাটেল, আন্স ডেভ, ইয়ান মাদিরেড্ডি, আরিয়ান প্যাটেল, রেদওয়ান পলাশ, আজিম চার্নিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball