কোহলিদের বেঙ্গালুরুর নামে এফআরআই দায়ের

শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা
পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তাদের শিরোপা উদযাপনের সময়ই বেধেছে বড় বিপত্তি। তাদের শিরোপা উদযাপনের র‍্যালিতে অংশ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন ১১ জন।

promotional_ad

এই ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কর্ণাটক রাজ্য ক্রিকেট সমিতি, ডিএনএ নেটওয়ার্কস এবং অন্যান্যদের অভিযুক্ত করা হয়েছে এই এফআইআরে। স্বতঃপ্রণোদিতভাবে এই এফআইআর দায়ের করা হয়েছে।


আরো পড়ুন

১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুকে দায়ী করেছে আদালত

১১ ঘন্টা আগে
বিসিসিআই

এই বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গালুরুরু কেন্দ্রীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ শেখ এইচ. টেক্কান্নাভার। ইতিমধ্যে বেঙ্গালুরুর পদপিষ্ট হওয়ার ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন বেঙ্গালুরু আরবান ডেপুটি কমিশনার জি জগদীশা।


promotional_ad

বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান জি জগদীশা। চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শনের পর তিনি বলেন, ‘আমি আজ স্টেডিয়াম পরিদর্শন করেছি। তদন্তে যোগদানের জন্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের নোটিস পাঠানো হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ হবে।’


আরো পড়ুন

হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ

১৪ জুলাই ২৫
ফাইল ছবি

পুলিশ জানিয়েছে যে ৩ এবং ৪ জুন রাতে বেঙ্গালুরুর শিরোপা জয় এবং পরের দিন সকাল পর্যন্ত তাদের অনেক ভিড় সামলাতে হয়েছে। এমন অবস্থায় সরকার ৫ জুন বেঙ্গালুরুর র‍্যালি আয়োজনের জন্য জোর দেয়া হয়েছিল। এ কারণেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা সম্ভব হয়নি। বেঙ্গালুরু দলের আগমনের পরই পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।


এই ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে। এর মধ্যে কর্ণাটক পুলিশ বেশ কয়েকটি গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball