কোহলির জন্য শিরোপা জিততে চায় বেঙ্গালুরু

রজত পাতিদার ও বিরাট কোহলি
দীর্ঘ ১৮ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলছেন বিরাট কোহলি। এখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। সেই আক্ষেপ ফুরোতে পারে মঙ্গলবারই। এদিন তারা আইপিএলে ফাইনালে মাঠে নামছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এর আগেও খুব কাছে গিয়েও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বেঙ্গালুরুর।

promotional_ad

এবার আর একই আক্ষেপে পুড়তে চায় না আইপিএলের অন্যতম তারকাবহুল দলটি। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার জানিয়েছেন, কোহলির জন্য শিরোপা জিততে চান তারা। এই ম্যাচে ফাইনাল ভেবে মাঠে নামবে না ক্রিকেটাররা। অন্য ম্যাচের মতো করেই নিজেদের পরিকল্পনা সাজাবে তারা। এই ম্যাচেও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়।


আরো পড়ুন

আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

২৭ আগস্ট ২৫
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

আইপিএল ফাইনালের আগে পাতিদার বলেছেন, 'কোহলির জন্যই ট্রফি চাই। এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছে সে। আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব। ফাইনাল খেলব এটা ভেবে মঙ্গলবার নামব না। নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব।'


promotional_ad

আইপিএল ফাইনালের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই মাঠে কোহলির ব্যাট হেসেছে বরাবরই। এই মাঠের রানবন্যা কারো অজানা নয়। পুরো ম্যাচ হলে এই ম্যাচেও দুই দল রান বন্যা বইয়ে দেবে বলার অপেক্ষা রাখে না। আইপিএলে নিজেদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে খেললেও ব্যাপক সমর্থন পেয়ে থাকে বেঙ্গালুরু।


আরো পড়ুন

বেঙ্গালুরুতে ভিন্ন ভূমিকায় যোগ দেয়ার ইঙ্গিত ভিলিয়ার্সের

২৫ আগস্ট ২৫
আইপিএলের শিরোপা জয়ী বেঙ্গালুরুর ক্রিকেটারদের সঙ্গে ভিলিয়ার্স

ফাইনালেও এমনটাই প্রত্যাশা করছেন দলটির অধিনায়ক। পাতিদার বলেছেন, 'যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ। যে ভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনও ভাবেই করা যাবে না।'


ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শঙ্কা রয়েছে তারকা ক্রিকেটার টিম ডেভিডকে নিয়ে। তবে তাকে নিয়েই মাঠে নামতে আশাবাদী পাতিদার। তিনি বলেন, 'এখনও পর্যন্ত ডেভিডকে নিয়ে কিছু জানি না। চিকিৎসকেরা রয়েছেন। আশা করি আজ (সোমবার) বিকেলের মধ্যেই জানতে পারব ও খেলতে পারবে কি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball