চেন্নাইয়ের বিদায়ে কেঁদে ফেলেছিলেন অশ্বিন

ছবি: চেন্নাই সুপার কিংসের জার্সিতে রবিচন্দ্রন অশ্বিন, আইপিএল

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভক্তের প্রশ্নের মুখে পড়েছিলেন এই স্পিনার। সেই ভক্ত বলেছেন, ‘প্রিয় অশ্বিন, অনেক ভালোবাসা নিও, অনুগ্রহ করে আমার প্রিয় চেন্নাই সুপার কিংস পরিবার ছেড়ে দাও।’
আইপিএল শেষ করে ধোনি বললেন, ‘সিদ্ধান্ত নেয়ার জন্য চার-পাঁচ মাস সময় আছে’
২৫ মে ২৫
চেন্নাইয়ের ভক্তের এমন মন্তব্যে গঠনমূলক উত্তর দিয়েছেন অশ্বিন। তিনি জানিয়েছেন চেন্নাই দলের জন্য হৃদয় থেকে অনুভব করেন তিনি। দলের হয়ে পারফর্ম করতে না পারার দায় কাঁধে নিলেও অশ্বিন জানিয়েছেন চেন্নাইয়ের হয়ে পরবর্তীতে সুযোগ পেলে পারফর্ম করতে চান তিনি। সে জন্য কঠিন পরিশ্রমও করবেন এই অলরাউন্ডার।

ভক্তকে উত্তর দিয়ে অশ্বিন বলেছেন, ‘আমি এই মন্তব্যের পিছনের ভালোবাসা বুঝতে পারছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার নিজেরও এই দলের জন্য গভীর অনুভূতি রয়েছে। আমি এই মৌসুমকে ব্যর্থতা হিসেবে ফেলে দিতে চাই না।'
প্রস্তাব পেলে ভারতের টেস্ট অধিনায়ক হতে রাজি জাদেজা
৬ ঘন্টা আগে
তিনি আরও যোগ করেন, 'আমি কঠোর পরিশ্রম করেছি এবং জানি কোথায় উন্নতি করতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে অনেক বেশি রান দিয়ে ফেলেছি, সেটা ঠিক করতে হবে। আমি বল পেলে বল করব, ব্যাট করতে বললে ব্যাটিংও করব। আমি আমার সেরাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’
আইপিএলের এবারের আসরের নিলাম থেকে পৌনে ১০ কোটি রুপিতে চেন্নাই দলে নিয়েছিল অশ্বিনকে। তিনি ৭ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করতে পেরেছেন কেবল ৩৩ রান। অশ্বিন এ নিয়ে সাত বছর খেলেছেন চেন্নাইয়ের হয়ে। এই দলের হয়ে আইপিএলের শিরোপা জয়েরও কৃতিত্ব আছে অশ্বিনের। তিনি জানিয়েছেন চেন্নাই বাদ পড়ার পর তিনিই সবচেয়ে বেশি হতাশ হয়েছেন। এমনকি কেঁদে ফেলেছিলেন তিনি।
অশ্বিন বলেন, ‘২০০৯ সাল থেকে আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গে আছি এবং টানা সাত বছর খেলেছি। এই দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি, প্লে-অফে গিয়েছি। কিন্তু এতো মনখারাপ কোনো দিন হয়নি। আমি একা বসে কেঁদে ফেলেছিলাম। কারণ এই দলে আমার হৃদয়ের টান আছে। এখন আমার একমাত্র লক্ষ্য, পরের মৌসুমে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে ভাবা।’