পান্তের সেঞ্চুরি ম্লান করে জিতেশের ঝড়, সেরা দুইয়ে থেকে প্লে অফে বেঙ্গালুরু

ফ্র্যাঞ্চাইজি লিগ
পান্তের সেঞ্চুরি ম্লান করে জিতেশের ঝড়, সেরা দুইয়ে থেকে প্লে অফে বেঙ্গালুরু
ঋষভ পান্ত ও জিতেশ শর্মা, আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
তখন ৯৬ রানে অপরাজিত ঋষভ পান্ত। বাউন্ডারি মেরে তিনি সেঞ্চুরিতে পৌঁছাবেন নাকি সিঙ্গেল ডাবল নিয়ে ধীরে ধীরে সেঞ্চুরির পথে এগোবেন পান্ত তা নিয়ে চারিদিকে চাপা উত্তেজনা। পান্ত প্রথমটাই বেঁছে নিলেন। ভুবনেশ্বর কুমারের অফ স্টাম্পের বাইরের বল কাভার দিয়ে চার মেরে তিন অঙ্কে পৌঁছে গেলেন।

এদিন পান্তের উদযাপনও ছিল বাধন ছাড়া। শূন্যে উঠে ডিগবাজী খেলেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি এই ক্রিকেটার। পুরো আসর জুড়ে ব্যর্থতার পর অবশেষে কাঙ্খিত সেই রানের দেখা পেলেন পান্ত। তার ৬১ বলে গড়া ১১৮ রানের ইনিংসের সুবাদেই লক্ষৌ সুপার জায়ান্টস আগে ব্যাট করে ২২৭ রান সংগ্রহ করে। তাও আবার ৩ উইকেট হারিয়ে।

এমন বিশাল লক্ষ্য দাঁড় করিয়েও পাত্তা পায়নি লক্ষৌ। জিতেশ শর্মার ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে তাদের হারতে হয়েছে ৪ উইকেটে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি ও ফিল সল্ট বেঙ্গালুরুতে প্রত্যাশিত শুরুই এনে দিয়েছিলেন। দুজনে মিলে গড়েছিলেন ৬১ রানের জুটি। সল্ট আউট হয়েছেন ১৯ বলে ৩০ রান করে।

এরপর রজত পাতিদার আউট হয়ে যান ৭ বলে ১৪ রান করে। শূন্য রানে ফেরেন লিয়াম লিভিংস্টোনও। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা কোহলি ৩০ বলে ৫৪ রান করে ফিরলে বেঙ্গালুরুর জয় নিয়ে শঙ্কা জাগে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল ও জিতেশ।

দুজনে পঞ্চম উইকেটে গড়েছেন ৪৫ বলে ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটি। আর তাতেই ৮ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। এই জয়ের ফলে সেরা দুইয়ে থেকে প্লে অফে খেলা নিশ্চিত করেছে বেঙ্গালুরু। তারা প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। সেই ম্যাচে জয় পেলেই ফাইনালে জায়গা করে নেবে জিতেশের দল।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। দলীয় ২৫ রানে ম্যাথু ব্রিটজকে ফিরলেও মিচেল মার্শ ও পান্ত মিলে বেঙ্গালুরুর বোলারদের তুলোধোনা করেছেন এদিন। দুজনে মিলে গড়েছেন ১৫২ রানের জুটি। মার্শ আউট হয়েছেন ৩৭ বলে ৬৭ রান করে। শেষদিকে নিকোলাস পুরান ফিরেছেন ১৩ রান করে।

তবে পান্ত ও আব্দুস সামাদ ইনিংস শেষ করে আসেন। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে নুয়ান থুশারা, ভুবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড নেন একটি করে উইকেট। এবারের আইপিএল ১৪ ম্যাচে ৬ জয় ও ৮ হার নিয়ে আসর শেষ করল ঋষভ পান্তের দল।

আরো পড়ুন: ঋষভ পান্ত