আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ

ফ্র্যাঞ্চাইজি লিগ
আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ
ব্রেভিসকে আউট করার পর উদযাপনে বরুণ চক্রবর্তী, আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের পর আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন দলটির তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। আর্থিক জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

চেন্নাইয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তার বিরুদ্ধে অপ্রীতিকর আচরণের অভিযোগ আনা হয়েছে। এর ফলে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তার। সেই সঙ্গে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বরুণের শাস্তির খবর জানিয়েছে আইপিএলের আয়োজকরা। তবে কোন ঘটনার কারণে তার শাস্তি হয়েছে এই বিষয়ে কোনো কিছু খোলাসা করে বলা হয়নি তাদের পক্ষ থেকে।

তবে ধারণা করা হচ্ছে ডেওয়াল্ড ব্রেভিসকে আউটের পর তাকে মাঠ ছেড়ে চলে যেতে ইশারা করাতেই শাস্তি পেয়েছেন বরুণ। এই ম্যাচে রান তাড়ায় নেমে ২৫ বলে ৫২ রান করে আউট হন এই প্রোটিয়া ব্যাটার।

আইপিএলের আচরণবিধির ২.৫ ধারায় লেভেল-১ মাত্রার অপরাধ করেছেন বরুণ। এই ধারা অনুযায়ী আউট হওয়া ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে কোনো কথা বলা কিংবা অঙ্গভঙ্গি করলে শাস্তির বিধান রাখা হয়েছে।

এতে করে ব্যাটসম্যানকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কে দিতে পারে। এই ম্যাচে কলকাতার দেয়া ১৭৯ রানের লক্ষ্য ২ বল ও ২ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে চেন্নাই। দলটির জয়ে ব্রেভিসের অবদান অনেক।

আরো পড়ুন: আইপিএল