promotional_ad

কোহলিদের বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক পরাগ, নেই স্যামসন

বিসিসিআই
চোটের কারণে সাঞ্জু স্যামসন না থাকায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন রিয়ান পরাগ। এখনো চোট থেকে সেরে উঠতে না পারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও রাজস্থানের অধিনায়ক হিসেবে দেখা যাবে ডানহাতি ব্যাটারকে। ২৪ এপ্রিল বেঙ্গালুরুর মাঠে বিরাট কোহলিদের সঙ্গে লড়াইয়ে নামবেন পরাগ-যশস্বী জয়সাওয়ালরা।

promotional_ad

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সুপার ওভারের ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিলেন স্যামসন। তবে পাওয়ার প্লেতে ভিপরাজ সিংকে ছক্কা ও চার মারার পর হঠাৎই কোমড়ের ডান পাশে ব্যথা অনুভব করেন তিনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে একটি বল খেললেও খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না ডানহাতি উইকেটকিপার ব্যাটার।


আরো পড়ুন

নারিন-নরকিয়ার পর ব্যাট বদলে বাধ্য হলেন পরাগ

১৭ এপ্রিল ২৫
পরাগের ব্যাট পরিমাপ করছেন আম্পায়ার, আইপিএল

এমন অবস্থায় নিজে থেকেই মাঠ ছাড়েন স্যামসন। পরের ম্যাচে খেলার গুঞ্জন থাকলেও লক্ষ্ণৌর বিপক্ষে শেষ পর্যন্ত খেলা হয়নি তার। চোট থেকে এখনো সেরে না ওঠায় বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না রাজস্থানের অধিনায়ক। এমনকি দলের সঙ্গে বেঙ্গালুরুতেও যাবেন না স্যামসন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


promotional_ad



আরো পড়ুন

স্যামসনকে নিয়ে বিতর্কের জবাব দিলেন দ্রাবিড়

১৯ এপ্রিল ২৫
সাঞ্জু স্যামসনকে (ডানে) নিয়ে বিতর্কের জবাব দিলেন রাহুল দ্রাবিড় (বামে), ফাইল ফটো

রাজস্থান জানায়, স্যামসন বর্তমানে সেরে উঠছেন এবং জয়পুরে দলের মেডিকেল স্টাফের সঙ্গেই থাকবেন। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে আরসিবির বিপক্ষে ম্যাচের জন্য বেঙ্গালুরুতে ভ্রমণ করবে না। টিম ম্যানেজমেন্ট তার উন্নতির বিষয়টি দৃঢ়তার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ফেরার ব্যাপারে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব।


স্যামসনের অবর্তমানে বেঙ্গালুরু বিপক্ষেও রাজস্থানকে নেতৃত্ব দেবেন পরাগ। টুর্নামেন্টের শুরুতেও রাজস্থানের অধিনায়ক ছিলেন তিনি। স্যামসন আঙুলের চোট থেকে সেরে ওঠতে দেরি করায় প্রথম তিন ম্যাচে পরাগকে দায়িত্ব দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে সবশেষ ম্যাচে স্যামসনের বদলি হিসেবে খেলেছেন বৈভব সূর্যবংশী। বেঙ্গালুরু ম্যাচেও জয়সাওয়ালের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball