রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার

ছবি: ৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত শর্মা, ফাইল ফটো

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিতের ব্যাটে আগ্রাসী সূচনা পায় মুম্বাই। পাওয়ার প্লে'তে দলটি তোলে বিনা উইকেটে ৬২ রান। ১৯ বলে ২৪ রান করে রবীন্দ্র জাদেজার বলে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান রায়ান রিকেলটন।
২ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাইয়ে ব্রেভিস
১৮ এপ্রিল ২৫
এরপর আর উইকেটই হারায়নি মুম্বাই। ৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত। ৩০ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করেন দলটির সহ-অধিনায়ক সূর্যকুমার। ১৫.৪ ওভারেই ম্যাচ শেষ করে মুম্বাই।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো করেনি চেন্নাই। চতুর্থ ওভারের মধ্যে রাচিন রবীন্দ্রর উইকেট হারায় ধীরগতিতে খেলা শুরু করা দলটি। অশ্বিনি কুমারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান ৯ বলে পাঁচ রান করা রাচিন।

ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত
১৯ এপ্রিল ২৫
এরপর আইয়ুশ মাহাত্রের ব্যাটে কিছুটা প্রাণ খুঁজে পায় চেন্নাই। যদিও ১৫ বলে ৩২ রানের ক্যামিও খেলে বিদায় নেন অভিষিক্ত এই ব্যাটার। তাকে ফেরান দীপক চাহার। আট ওভারের মধ্যে ওপেনার শাইক রশিদের উইকেটও হারায় চেন্নাই। মিচেল সান্টনারের বলে স্টাম্পিং হন তিনি।
৬৩ রানে তিন উইকেট হারানো দলটিকে টেনে তোলেন রবীন্দ্র জাদেজা ও শিভম দুবে। চারে নামা জাদেজা ধরে খেললেও আগ্রাসী ভঙ্গিমায় ইনিংস বয়ে নিয়ে যান দুবে। শুরুটা অবশ্য রয়েসয়েই করেছিলেন তিনি। জসপ্রিত বুমরাহর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেয়ার আগে ৩২ বলে ৫০ রান করেন তিনি।
ছয় বলে চার রান করে বুমরাহর বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান ধোনি। শেষ পর্যন্ত জাদেজার ৩৫ বলে ৫৩ রানের ইনিংসে পাঁচ উইকেটে ১৭৬ রান তোলে চেন্নাই। জেমি ওভারটন তিন বলে চার রানে অপরাজিত থাকেন।