promotional_ad

রোহিত-সূর্যকুমারের ঝড়ের সামনে চেন্নাইয়ের আরো একটি হার

৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত শর্মা, ফাইল ফটো
আইপিএলে বাজে সময় যেন কাটছেই না চেন্নাই সুপার কিংসের। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরিতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। আট ম্যাচে এটি চেন্নাইয়ের ষষ্ঠ হার, পয়েন্ট টেবিলের তলানিতেই আছে দলটি। অপরদিকে আট ম্যাচে এটি মুম্বাইয়ের চতুর্থ জয়। হার্দিক পান্ডিয়ার দল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে গেল।

promotional_ad

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিতের ব্যাটে আগ্রাসী সূচনা পায় মুম্বাই। পাওয়ার প্লে'তে দলটি তোলে বিনা উইকেটে ৬২ রান। ১৯ বলে ২৪ রান করে রবীন্দ্র জাদেজার বলে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান রায়ান রিকেলটন।


আরো পড়ুন

২ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাইয়ে ব্রেভিস

১৮ এপ্রিল ২৫
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে ডেওয়াল্ড ব্রেভিসের, ফাইল ছবি

এরপর আর উইকেটই হারায়নি মুম্বাই। ৪৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের 'ইমপ্যাক্ট প্লেয়ার' রোহিত। ৩০ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করেন দলটির সহ-অধিনায়ক সূর্যকুমার। ১৫.৪ ওভারেই ম্যাচ শেষ করে মুম্বাই।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো করেনি চেন্নাই। চতুর্থ ওভারের মধ্যে রাচিন রবীন্দ্রর উইকেট হারায় ধীরগতিতে খেলা শুরু করা দলটি। অশ্বিনি কুমারের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান ৯ বলে পাঁচ রান করা রাচিন।


promotional_ad



আরো পড়ুন

ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত

১৯ এপ্রিল ২৫
ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ড

এরপর আইয়ুশ মাহাত্রের ব্যাটে কিছুটা প্রাণ খুঁজে পায় চেন্নাই। যদিও ১৫ বলে ৩২ রানের ক্যামিও খেলে বিদায় নেন অভিষিক্ত এই ব্যাটার। তাকে ফেরান দীপক চাহার। আট ওভারের মধ্যে ওপেনার শাইক রশিদের উইকেটও হারায় চেন্নাই। মিচেল সান্টনারের বলে স্টাম্পিং হন তিনি।


৬৩ রানে তিন উইকেট হারানো দলটিকে টেনে তোলেন রবীন্দ্র জাদেজা ও শিভম দুবে। চারে নামা জাদেজা ধরে খেললেও আগ্রাসী ভঙ্গিমায় ইনিংস বয়ে নিয়ে যান দুবে। শুরুটা অবশ্য রয়েসয়েই করেছিলেন তিনি। জসপ্রিত বুমরাহর বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দেয়ার আগে ৩২ বলে ৫০ রান করেন তিনি।


ছয় বলে চার রান করে বুমরাহর বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান ধোনি। শেষ পর্যন্ত জাদেজার ৩৫ বলে ৫৩ রানের ইনিংসে পাঁচ উইকেটে ১৭৬ রান তোলে চেন্নাই। জেমি ওভারটন তিন বলে চার রানে অপরাজিত থাকেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball