‘স্টার্ক নয়, আবেশ খান হতে চাই’

ফ্র্যাঞ্চাইজি লিগ
‘স্টার্ক নয়, আবেশ খান হতে চাই’
জয়সাওয়ালের উইকেট নেয়ার পর আবেশ খান, আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আইপিএলের ধারাবাহিক পারফর্মারদের মধ্যে একজন আবেশ খান। এবারের আইপিএলেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে দারুণ বোলিং করছেন তিনি। ৭ ম্যাচে এরই মধ্যে তুলে নিয়েছেন ৮ উইকেট। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন এই পেসার।

রাজস্থানের বিপক্ষে শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব ছিল আবেশের কাঁধে। সেই ওভারে জিততে ৯ রান প্রয়োজন ছিল রাজস্থানের। ব্যাটিংয়ে ছিলেন শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেল। এই দুই মারকুটে ব্যাটারের বিপক্ষেই একের পর এক ইয়র্কার করে ব্যাটারদের ভড়কে দিয়েছেন তিনি।

তার করা শেষ ওভারটি ছিল—১, ২, উইকেট, ০, ২, ১। খরচা করেন মাত্র মোটে ৬ রান আর তাতেই ২ রানের জয় পেয়ে যায় লক্ষ্ণৌ। কদিন আগেই শেষ ওভারে দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জিতিয়েছিলেন মিচেল স্টার্ক। অজি এই পেসার সেদিন ডিফেন্ড করেছিলেন ৯ রান। মাত্র ৮ রান দিয়ে ম্যাচ নিয়ে গিয়েছিলেন সুপার ওভারে।

এরপর সুপার ওভারেও দারুণ বোলিং করে দিল্লিকে ম্যাচ জিতিয়েছিলেন স্টার্ক। আবেশের বোলিং এবার স্টার্ককেই যেন মনে করিয়ে দিয়েছেন। তবে আবেশ বিনয়ের সঙ্গে জানিয়েছেন তিনি স্টার্ক হতে চান না হতে চান আবেশ খানই। নিজের আলোতেই যেন আলোকিত হতে চাইলেন এই পেসার।

এই ম্যাচেই বল হাতে লেগে বেশ ব্যথাও পেয়েছিলেন আবেশ। সেই ব্যথা নিয়েই বোলিং করেছেন তিনি। আবেশ বলেন, ‘আমি মিচেল স্টার্ক হতে চাই না। আমি শুধু ভালো আবেশ খান হতে চাই।' তিনি চোট নিয়ে আরও বলেন, 'মনে হচ্ছিল হাতটাই ভেঙে গেছে। চোখে শর্ষে ফুল দেখতে পাচ্ছিলাম!’

আরো পড়ুন: আবেশ খান