
আইপিএলে জাম্পার বদলি হিসেবে মারকুটে ব্যাটারকে নিলো হায়দরাবাদ
ব্যাটিংয়ে তারকার অভাব নেই সানরাইজার্স হায়দরাবাদের। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান, নীতিশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন… বড় বড় সব নামই আছে এই দলে। তবুও স্পিনার অ্যাডাম জাম্পার বদলি হিসেবে আরো একজন দেশি ক্রিকেটারকে দলে নিলো তারা।