শুরুর আগেই পিএসএল শেষ লিটনের, ইনজুরি নিয়ে ফিরছেন দেশে

ছবি: লিটন দাস, ফেসবুক থেকে নেয়া

সর্বশেষ পিএসএলের ড্রাফট থেকে লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশ ছাড়ার আগে সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশা করেছিলেন লিটন। তবে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েই দেশে ফিরতে হচ্ছে তাকে।
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৪ ঘন্টা আগে
অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন। করাচি কিংসকে শুভকামনা জানিয়ে ফিরছেন তিনি।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, 'করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। প্রস্তুতির সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ লাগবে।'

“খুবই দুঃখজনকভাবে পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনার দোয়া প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।'
লিটনের বদলি ঘোষণা করল করাচি কিংস
১২ এপ্রিল ২৫
এদিকে পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানাও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে এই পেসারকে পাবে না তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া নাহিদ তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।
নাহিদ রানা পিএসএলে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। রিশাদ দলের সঙ্গেই আছেই। যদিও লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে খেলেননি তিনি।
পিএসএলের পর্দা উঠেছে গতকাল (১১ এপ্রিল)। কয়েকদিন পরই দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। নাহিদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই রওনা হতে পারবেন পিএসএলে খেলতে। লিটনকে এই সিরিজ থেকে আগেই বিরতি দিয়েছিল বিসিবি।