চেন্নাইয়ের হয়ে গত দুই মৌসুমে খেলেছেন আজিঙ্কা রাহানে এবং মঈন আলী। তারও আগে দলটির হয়ে বেশ কয়েক বছর খেলেছেন ডোয়াইন ব্রাভো। এমনকি চেন্নাইয়ের বোলিং কোচও ছিলেন তিনি।
গতকাল চেন্নাইকে হারাতে কলকাতার কাজে লেগেছে এই তিন ক্রিকেটারের পরিকল্পনা। এ ছাড়া মাঠের পারফরম্যান্সও ভালো ছিল রাহানে এবং মঈনের। চেন্নাইকে ১০৩ রানে আটকে রাখার ম্যাচে মাত্র ২০ রান খরচায় একটি উইকেট নেন মঈন। রানবন্যার আইপিএলে একটি মেইডেনও তুলে নেন তিনি।
অপরদিকে ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বলে ২০ রানে অপরাজিত থেকে কলকাতাকে জিততে সাহায্য করেছেন দলটির বর্তমান অধিনায়ক রাহানে। আর সার্বিক পরিকল্পনায় এই দুজনের পাশে নিবেদন ছিল ব্রাভোরও। ম্যাচ শেষে এসব অকপটে স্বীকার করেন রাহানে।
তিনি বলেন, 'আমি গত দু’বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি। মঈনও (আলী) খেলেছে। ব্রাভো দীর্ঘ দিন চেন্নাইয়ে খেলেছে। এখানকার উইকেট আমরা তিনজনই ভালোভাবে চিনি। সেই জন্য পরিকল্পনা করতে সুবিধা হয়েছে। তবে কী পরিকল্পনা করেছিলাম তা এখনই বলব না। কারণ, সামনে আরও অনেক ম্যাচ খেলতে হবে।'
দলের স্পিনার কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, 'স্পিনাররা যে ভাবে বোলিং করেছে তা এক কথায় অসাধারণ। মঈনকে নেয়ার সিদ্ধান্ত যে সঠিক তা প্রমাণিত হয়েছে। সুনীল ও বরুণও দুর্দান্ত বল করেছে। আগের ম্যাচে সুনীল রান দিয়েছিল। কিন্তু এই ম্যাচে ও ফিরেছে। বৈভব ও হর্ষিতও ভাল বল করেছে। সব মিলিয়ে দলের বোলারদের নিয়ে আমি খুব খুশি।'