গ্লোবাল সুপার লিগে রংপুরের সঙ্গে খেলতে বিগব্যাশ চ্যাম্পিয়ন হোবার্টকে আমন্ত্রণ

ছবি: বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স

গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম শিরোপা জিততে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্টকে পাঠানোর কথা ভাবছে অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় দল হিসেবে জিএসএলে খেলতে পারে বিগ ব্যাশে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া হোবার্ট। জুলাইয়ে হতে যাওয়া টুর্নামেন্টে দল পাঠানোর কথা ভাবছে ক্রিকেট তাসমানিয়া।
ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট
২৭ জানুয়ারি ২৫
এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। শুধু তাই নয় বেশ কয়েকজন তারকা ক্রিকেটার পাঠানোর কথাও চিন্তা করছে দলটি। তবে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য হোবার্টকে বিপাকে পড়তে হতে পারে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন টেস্টের পাশাপাশি পাঁচটি টি-টোয়েন্টিও খেলবে অস্ট্রেলিয়া।
সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হওয়া বাউ ওয়েবস্টারের সঙ্গে চুক্তি করেছে হোবার্ট। ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে থাকলে হোবার্টের হয়ে নাও খেলতে পারেন পেস বোলিং এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকতে পারেন পেসার নাথান এলিস ও মারকুটে ব্যাটার টিম ডেভিড। সেই সিরিজের জন্য বিবেচনা করা হতে পারে রাইলি মেরিডিথকে।

টিম ডেভিড এখনও হোবার্টের সঙ্গে চুক্তি করেননি। তবে ধারণা করা হচ্ছে দ্রুতই নতুন চুক্তি করবেন তিনি। ডেভিডের সঙ্গে এলিসকে জিএসএলে পেতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে এনওসির ব্যাপারে জানতে চেয়েছে ক্রিকেট তাসমানিয়া। গুঞ্জন আছে, ডেভিডকে ছাড়লেও কেন্দ্রীয় চুক্তিতে থাকা এলিসের এনওসি আটকে দিতে পারে ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এলিসকে সতেজ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে।
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
৩ ফেব্রুয়ারি ২৫
ধারণা করা হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের পর তিন সংস্করণে খেলা ক্রিকেটারদের বিরতি দেয়া হতে পারে। এদিকে হোবার্টের পাশাপাশি রংপুরের হয়েও খেলার সুযোগ আছে ডেভিডের। বিপিএলের সবশেষ আসরে রংপুরের হয়ে খেলেছেন তিনি। খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ বলে ৭ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় জিএসএলের এবারের আসরেও খেলবে রংপুর। ফলে তাদের হয়েও খেলার বড় সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার এই ব্যাটারের। ধারণা করা হচ্ছে, রংপুরের পাশাপাশি জিএসএলের আগামী মৌসুমে খেলতে দেখা যেতে পারে ফরচুন বরিশালকেও। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরও যাওয়ার সম্ভাবনা আছে প্রবল।