ম্যাচ হারের পর স্যামসনের ২৪ লাখ রুপি জরিমানা

ছবি: রাজস্থানের জার্সিতে স্যামসন

এবারের আসরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হলো রাজস্থান দলপতিকে। মূলত এ কারণেই মোটা অঙ্কের আর্থিক জরিমানা দিতে হচ্ছে তাকে।
রাজস্থানের নেতৃত্বে ফিরলেন স্যামসন
৩ এপ্রিল ২৫
আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এক মৌসুমে দ্বিতীয়বার কোনো দল স্লো ওভার রেট করলে ২৪ লাখ রুপি জরিমানা করার বিধান রয়েছে। এবারের আইপিএলে পাঁচ ম্যাচ খেলেই দ্বিতীয়বার ওভার রেটে পিছিয়ে পড়ল রাজস্থান।

শুধু স্যামসন জরিমানা গুনছেন এমনটা নয়। দলটির ‘ইম্প্যাক্ট প্লেয়ার’সহ বাকিদের জরিমানা ৬ লাখ রুপি। যা বাকি ম্যাচ ফির ২৫ শতাংশ। যে অঙ্কের পরিমাণটি কম সেই অঙ্কেরই জরিমানা দেবেন এই ক্রিকেটাররা।
আইপিএলে জাম্পার বদলি হিসেবে মারকুটে ব্যাটারকে নিলো হায়দরাবাদ
২ ঘন্টা আগে
আইপিএলের এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না রাজস্থানের। তারা পাঁচ ম্যাচ খেলে এরই মধ্যে তিনটিতে হেরেছে। রাজস্থান প্রথমবার স্লো ওভার রেট করেছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। যদিও চোটের কারণে সেই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন রিয়ান পরাগ।
স্যামসন চোটের কারণে ফিল্ডিং করতে পারেননি। যদিও পরে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাটিং করেছিলেন শুধু। আগামী রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে রাজস্থান।