রাজস্থানকে ৫৮ রানে হারিয়ে শীর্ষে গুজরাট

ছবি: রাজস্থানের উইকেট উদযাপনে গুজরাটের ক্রিকেটাররা

জবাবে খেলতে নেমে ১৫৯ রানে থেমেছে রাজস্থানের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেছেন শিমরান হেটমায়ার। রাজস্থানের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল সাঞ্জু স্যামসন (৪১) ও রিয়ান পরাগ (২৬)। আর কোনো ব্যাটারই পাত্তা পাননি গুজরাটের বোলারদের সামনে। রাজস্থানের সবচেয়ে বড় ধস নামিয়েছেন প্রসিধ কৃষ্ণা।
নায়ারের ঝড় থামিয়ে কার্ন শর্মা-স্যান্টনারে মুম্বাইয়ের দিল্লি জয়
২১ মিনিট আগে
এই পেসার একাই নিয়েছেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন রশিদ খান ও সাই কিশোর। আর একটি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ, আরশাদ খান ও কুলাওয়ান্ত খেজরোলিয়া। এর আগে এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। বল হাতে দলকে শুরুতেই উইকেট এনে দেন জফরা আর্চার। ইংলিশ এই পেসার শুরুতেই ফেরান শুভমান গিলকে।

এরপর সাই সুদর্শন ও জস বাটলার মিলে দলটির হাল ধরেন। দুজনে যোগ করেছেন ৪৭ বলে ৮০ রান। বাটলার ২৫ বলে ৩৬ রান করে ফিরলে শাহরুখ খানকে নিয়ে আরও ৬২ রান যোগ করেন কিশোর। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় গুজরাট। শাহরুখ ফিরেছেন ৩৬ রান করে। কিশোর সেঞ্চুরির আশা জাগিয়ে আউট হন ৮২ রান করে।
আইপিএল শেষ ফিলিপসের
১২ এপ্রিল ২৫
তার ৫৩ বলের ইনিংসে ৩টি ছক্কার সঙ্গে ছিল ৮টি চারের মার। শেষদিকে রাহুল তেওয়াতিয়া ১২ বলে ২৪ ও রশিদ ৪ বলে ১২ রানের ক্যামিও খেলে গুজরাটের সংগ্রহ দুশ পার করেন। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও মাহিশ থিকশানা। একটি করে উইকেট যায় আর্চার ও সন্দ্বীপ শর্মার ঝুলিতে।