২২৫ স্ট্রাইক রেটেও ব্যর্থ ধোনি, চেন্নাইয়ের টানা চতুর্থ হার

ছবি: ২২৫ স্ট্রাইক রেটেও ব্যর্থ ধোনি, চেন্নাইয়ের টানা চতুর্থ হার, ফাইল ফটো

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগের ম্যাচে ১৮৪ রান তাড়া করতে গিয়ে ২৬ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে দল হারিয়ে সমালোচনা শুনতে হয় ধোনিকে। ২২০ রানের লক্ষ্য তাড়া করার এই ম্যাচে ধোনি নামেন পাঁচ নম্বরে।
১১ বলে ২৬, ম্যাচসেরা হয়ে অবাক ধোনি
৩ ঘন্টা আগে
যদিও এর আগেই যথেষ্ট 'ক্ষতি' হয়ে যায় চেন্নাইয়ের। রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে এ দিন দারণ সূচনা এনে দেন। ২৩ বলে ৩৬ রান করে রাচিন স্টাম্পিং হয়ে ফিরলে ছন্দপতন হয়। পরের ওভারে এক রান করা রুতুরাজ গায়কোয়াড়কে ফেরান লকি ফার্গুসন।
চারে নেমে ২৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন 'ইমপ্যাক্ট প্লেয়ার' শিভম দুবে। ৪৯ বলে ৬৯ রান করে রিটায়ার্ড আউট হন কনওয়ে। যদিও পাঁচ বলে ৯ রানে অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা দল জেতাতে ব্যর্থ হন। শেষ ওভারের প্রথম বলে ধোনি ফিরলে নামেন বিজয় শঙ্কর। তিনিও দুই বলে দুই রানের বেশি করতে পারেননি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাঞ্জাবকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন প্রিয়ান্স। এ দিন দুই অঙ্কে পৌঁছাতে পারেননি প্রভসিমরান সিং, শ্রেয়ার আইয়ার, মার্কাস স্টইনিস, নেহাল ওয়াধেরা ও গ্লেন ম্যাক্সওয়েল।

এক প্রান্ত দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাঞ্জাব। রানের খাতা খোলার আগে প্রভসিমরানকে বোল্ড করেন মুকেশ চৌধুরী। সাত বলে ৯ রান করে খলিল আহমেদের বলে বোল্ড হন শ্রেয়াস। দলীয় ৫৪ রানের মধ্যে সাত বলে চার রান করা স্টইনিসকেও বিদায় করেন খলিল।
আইপিএল শেষ ফার্গুসনের
১৭ ঘন্টা আগে
নেহাল ও ম্যাক্সওয়েলকে সাজঘরে পাঠান রবিচন্দ্রন অশ্বিন। সাত বলে ৯ রান করা নেহাল উইকেটরক্ষক ধোনিকে ক্যাচ দেন, দুই বলে এক রান করা ম্যাক্সওয়েল ফিরতি ক্যাচ দেন অশ্বিনকেই। ৮৩ রানে ৫ উইকেট হারানো দলকে কক্ষপথে রাখেন প্রিয়ান্স।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝেই ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন প্রিয়ান্স। ইনিংসের ত্রয়োদশ ওভারেই আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন তিনি। বিধ্বংসী ইনিংসটির পথে ৩৯ বলে সেঞ্চুরি পূরণ করেন আরিয়া।
আইপিএলের ইতিহাসে ট্রাভিস হেডের সঙ্গে এটি যৌথভাবে চতুর্থ দ্রুততম। ৩০ বলে সেঞ্চুরি করে তালিকায় সবার ওপরে ক্রিস গেইল। শেষ পর্যন্ত তিনি থামেন ১০৩ রান করে। ৪২ বলের খুনে ইনিংসটি সাজান ৯ ছক্কা ও ৭ চারে। শেষদিকে ৩৬ বলে ৫২ রান করেন শশাঙ্ক সিং। দুটি করে ছক্কা-চারে ১৯ বলে ৩৪ রানের ক্যামিও খেলেন ইয়ানসেন। শেষ পর্যন্ত ছয় উইকেটে ২১৯ রান করে পাঞ্জাব।