promotional_ad

৪৭২ রানের ম্যাচে ৪ রানে হারল কলকাতা

শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলেও কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে পারেননি রিংকু সিং
রবি বিষ্ণইয়ের শেষের তিন বলে দুই চারের সঙ্গে একটি ছক্কা মারলেন রিংকু সিং। ২৫৩.৩৩ স্ট্রাইক রেটে ১৫ বলে খেললেন অপরাজিত ৩৮ রানের ইনিংস। রিংকুর এমন ব্যাটিংয়ের পরও ৪৭২ রান ও ২৫ ছক্কার ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। অথচ একটা সময় অনায়াসেই ম্যাচ জেতার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়নদের। ঝড় তোলা সুনীল নারিন ফিরলেও রান তোলার গতি সচল রাখেন আজিঙ্কা রাহানে।

promotional_ad

কলকাতার অধিনায়ককে দারুণভাবে সঙ্গ দেন ভেঙ্কেটেশ আইয়ার। তবে আচমকটা এক ব্যাটিং ধসে ধুলিস্যাৎ হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের স্বপ্ন। ২ উইকেটে ১৬৬ রান তোলা কলকাতা ১৭৭ রানে যেতেই হারায় ৪ উইকেট। অংক্রিশ রাঘুবংশী, রমনদীপ ও আন্দ্রে রাসেলদের ব্যর্থতার দিনে রিংকু ঝড় তুললেও শেষ পর্যন্ত জেতা হয়নি কলকাতার। ৪ রানের জয়ে পাঁচ ম্যাচের তিনটিতে জিতল লক্ষ্ণৌ।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

ইডেন গার্ডেন্সে জয়ের জন্য ২৩৮ রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই ১৬ রান তোলে কলকাতা। যদিও বেশিরভাগ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। পরের ওভারে শার্দুল ঠাকুর দিয়েছেন ১৫ রান। ইনিংসের তৃতীয় ওভারটা ডি কক শুরু করেছিলেন আকাশ দীপের বলে ছক্কা মেরে। তবে সেই ওভারের তৃতীয় বলে বাঁহাতি ওপেনারকে ফিরিয়ে জুটি ভাঙেন আকাশ। ডানহাতি পেসারের লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফিরেছেন ১৫ রান করা ডি কক। 


তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রাহানে। সুনীল নারিনের সঙ্গে অধিনায়কের ব্যাটিং ঝড়ে ৪ ওভারেই ৬০ রান তোলে কলকাতা। পাওয়ার প্লের শেষের দুই ওভারেই দ্রুত রান তুলেছেন তারা দুজন। আড়াইশর কাছাকাছি রান তাড়ায় প্রথম ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৯০ রান তোলে তারা। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে বর্তমান চ্যাম্পিয়নদের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে বিনা উইকেটে ১০৫ রান করেছিল কলকাতা। 


promotional_ad

সেদিন পাওয়ার প্লেতে ১৬ বলে অপরাজিত ৫৪ রান করেছিলেন নারিন। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ারই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন দিগ্বেশ রাঠি। ডানহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের ফুলার ডেলিভারিতে লং অফে এইডেন মার্করামকে ক্যাচ দিয়েছেন ১৩ বলে ৩০ রান করা নারিন। পরবর্তীতে রাহানের সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন ভেঙ্কেটেশ আইয়ার। জুটি গড়ার পাশাপাশি দ্রুত রানও তুলেছেন বাঁহাতি এই ব্যাটার। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকা রাহানে হাফ সেঞ্চুরি করেছেন ২৬ বলে। 


আরো পড়ুন

তবুও রাসেলকে দোষ দিতে নারাজ কলকাতার ম্যানেজমেন্ট

২২ এপ্রিল ২৫
গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ বলে ২১ রান করেন আন্দ্রে রাসেল, ফাইল ফটো

পঞ্চাশ ছোঁয়ার পর আরও দ্রুত রান তোলার চেষ্টায় শার্দুলের ফুলটস ডেলিভারিতে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে গিয়ে পুরানের হাতে ক্যাচ দিয়েছেন। কলকাতার অধিনায়ক আউট হয়েছেন ৩৫ বলে ৬১ রানের ইনিংস খেলে। পরের ওভারে আউট রয়েছেন রমনদীপ সিং। সুবিধা করতে পারেননি অংক্রিশ রাঘুবংশীও। পরের ওভারে আউট হয়েছেন আইয়ারও। ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারের উইকেট নেন আকাশ। একটা সময় জয়ের পথে থাকলেও ১৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলকাতা। 


ঝড়ো ব্যাটিংয়ের পরিবর্তে উল্টো শার্দুলের ফুলটস ডেলিভারিতে লং অফে ডেভিড মিলারকে ক্যাচ দিয়ে কলকাতাকে বিপদে ফেলেছেন আন্দ্রে রাসেল। শেষের দিকে হার্শিত রানাকে সঙ্গে নিয়ে চেষ্টা করলেও বর্তমান চ্যাম্পিয়নদের জেতাতে পারেননি রিংকু। ২৫৩.৩৩ স্ট্রাইক রেটে ১৫ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেছেন। শেষ ওভারে ১৯ রান করার পরও লক্ষ্ণৌর বিপক্ষে ৪ রানে হারতে হয়েছে কলকাতাকে।


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে লক্ষ্ণৌকে দারুণ শুরু এনে দেন মিচেল মার্শ ও মার্করাম। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৯৯ রান। সাউথ আফ্রিকার মার্করামকে ফিরিয়ে জুটি ভাঙেন হার্শিত। ডানহাতি পেসারের বলে বোল্ড হয়েছেন ৪৭ রান করা এই ব্যাটার। ৩৬ বলে হাফ সেঞ্চুরি করা মার্শ শেষ পর্যন্ত আউট হয়েছেন ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলে। পরবর্তীতে টর্নেডো ব্যাটিংয়ে ৩৬ বলে অপরাজিত ৮৭ রান করেছেন পুরান। তাদের তিনজনের ব্যাটেই ৩ উইকেটে ২৩৮ রানের পুঁজি পায় লক্ষ্ণৌ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball