পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দিলেন লিটন

ছবি: লিটন দাস, ফেসবুক থেকে নেয়া

সর্বশেষ পিএসএলের ড্রাফট থেকে লিটনকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশ ছাড়ার আগে সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশা করেছেন তিনি।
পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন
১৩ এপ্রিল ২৫
এদিকে পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানাও। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টের শুরুতে এই পেসারকে পাবে না তার দল। এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া নাহিদ তার দলের সঙ্গে যোগ দেবেন সপ্তাহ দুয়েক পর।

নাহিদ রানা পিএসএলে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ পিএসএলে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। গতকাল দেশ ছেড়েছেন রিশাদও।
রিশাদকে গেম চেঞ্জার বললেন লাহোরের মালিক
১৮ ঘন্টা আগে
পিএসএলের পর্দা উঠছে আগামী ১১ এপ্রিল থেকে। এর চারদিন পরই দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। এ কারণেই মূলত লিটন ও নাহিদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। নাহিদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই রওনা হতে পারবেন পিএসএলে খেলতে। লিটনকে এই সিরিজ থেকে বিরতি দিচ্ছে বিসিবি।
আগামী ১১ এপ্রিল শুরু হয়ে ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি চলবে ১৮ মে পর্যন্ত। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসন্ন পিএসএলের। এবারের ফাইনালের ভেন্যু লাহোর। ৬ দলের অংশগ্রহণে এটিই শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আগামী বছর থেকে দুটি দল বাড়ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগে।