লিটনদের কোচের দায়িত্বে টেইট

ছবি: চিটাগং কিংসের জার্সিতে শন টেইট

যদিও বিভিন্ন সূত্র জানাচ্ছে বিসিবির পছন্দের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার সাবেক পেসার টেইট। তার কাঁধেই নাকি মুস্তাফিজুর রহমান-নাহিদ রানাদের দায়িত্ব তুলে দিতে চায় বোর্ড। এমন গুঞ্জনের মধ্যেই বড় চমক নিয়ে হাজির হয়েছে পিএসএলের দল করাচি কিংস। তারা টেইটকে কোচের দায়িত্ব দিয়েছে।
'শামীমের ধ্বংসাত্মক ব্যাটিং বাকিদের আত্মবিশ্বাস দিয়েছে', ফাইনালের আগে টেইট
৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ দলের সঙ্গে কাজ না করলেও সর্বশেষ বিপিএলে চিটাগং কিংসের হয়ে কাজ করেছেন তিনি। টেইটের দল করাচির হয়েই পিএসএলে খেলবে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ফ্র্যাঞ্চাইজিটি টেইটকে দলে নেয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে তারা।

করাচির প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা। তারই সহকারী হিসেবে কাজ করতে দেখা যাবে টেইটকে। সহকারী কোচ হলেও দলের পেস বোলারদের দেখভালের গুরু দায়িত্ব থাকবে এই সাবেক অস্ট্রেলিয়ার পেসারের কাঁধেই।
পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী
৬ এপ্রিল ২৫
ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন টেইট। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার ব্রেট লির বিকল্প হিসেবে এসে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন। ন্যাথান ব্র্যাকেন-গ্লেন ম্যাকগ্রার সঙ্গে অজিদের এক সময়ের পেস বোলিং আক্রমণের ভরসা হয়ে উঠেছিলেন তিনি।
তবে ক্যারিয়ার জুড়েই তার প্রধান শত্রু ছিল ইনজুরি। এর ফলেই ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। ২০২১ সালে সব ধরনের ক্রিকেট ছাড়েন টেইট। এই অজি কোচ আফগানিস্তান দলের পেস বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া আবুধাবি টি-টেনের দল বাংলা টাইগার্সের কোচের ভূমিকাতেও ছিলেন তিনি।