পিএসএলের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী

ছবি: ফাইল ছবি

পিএসএলের প্রতি মৌসুমে ইংলিশ ধারাভাষ্য প্যানেল থাকলেও এবার যুক্ত হয়েছে উর্দু ধারাভাষ্য। প্রথমবারের মতো এমন আয়োজনের প্যানেলে রাখা হয়েছে তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাটকে। যদিও আকিল ও মেরিনাকে পুরো মৌসুমের জন্য ধারাভাষ্য প্যানেলে পাওয়া যাবে না।
লিটনদের কোচের দায়িত্বে টেইট
৪ ঘন্টা আগে
১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের জনপ্রিয় লিগের ওয়ার্ল্ড ফিডের ধারাভাষ্য প্যানেলে বেশ কিছু চমক রয়েছে। পিএসএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা যাবে ইংল্যান্ডের স্যার অ্যালিস্টার কুক, মার্ক নিকোলস, অস্ট্রেলিয়ার লিসা স্টেলেকার ও পাকিস্তানের ওয়াসিম আকরামকে।
বাংলাদেশ থেকে পিএসএলের ধারাভাষ্য প্যানেলে দেখা যাবে সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খানকে। এ ছাড়া মার্টিন গাপটিল, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্কের মতো ধারাভাষ্যকার থাকবেন এবারের পিএসএলে।

পাকিস্তানের ধারাভাষ্য হিসেবে ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ ধারাভাষ্য দেবেন। পিএসএলের পুরো টুর্নামেন্টের জন্য উপস্থাপিকা হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার এরিন হালান্ড ও পাকিস্তানের জয়নব আব্বাসকে।
ওয়ার্ল্ড ফিড ধারাভাষ্য প্যানেল- মার্ক নিকোলস, মার্টিন গাপটিল, অ্যালিস্টার কুক, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বুচার, ডমিনিক কর্ক, লিসা স্টেলেকার, আতহার আলী খান, ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সিকান্দার বাখত এবং উরুজ মুমতাজ।
উর্দু ফিড ধারাভাষ্য প্যানেল- তারিক সাঈদ, মেরিনা ইকবাল, আকিল সামার, আলী ইউনিস এবং সালমান বাট।
প্রেজেন্টার- এরিন হালান্ড এবং জয়নব আব্বাস।