ধোনি-শঙ্করের ধীর গতির ইনিংসে দিল্লির কাছে হারল চেন্নাই

ছবি: কনওয়েকে আউট করার পর দিল্লির ক্রিকেটারদের উল্লাস

জবাবে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে চেন্নাই। ২০ রানের মধ্যে তারা হারায় ২ উইকেট। রাচিন রবীন্দ্র মাত্র ৩ রান করে আউট হন আর ১৩ রান করে ফিরে যান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়েও ১৩ রানের বেশি করতে পারেননি।
পাঞ্জাবের ‘হ্যাটট্রিক’ আটকে দিয়ে জিতল রাজস্থান
১০ ঘন্টা আগে
দলকে এই বিপর্যয় থেকে কিছুটা তুলে ধরার চেষ্টা চালান শঙ্কর ও শিভম দুবে। চতুর্থ উইকেটে তারা ২৪ রানের জুটি গড়েন। দুবে ১৮ রান করে ফিরলে চেন্নাই আবারও চাপে পড়ে। রবীন্দ্র জাদেজাও আউট হন মাত্র ২ রান করে।
ফলে চেন্নাইয়ের ইনিংস টানার দায়িত্ব পড়ে শঙ্কর ও ধোনির কাঁধে। এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শঙ্কর। ধোনি শুরুতে ধীরে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলে খেলতে থাকেন। তবে তাও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

শঙ্কর ৫৪ বলে ৬৯ ও ধোনি ২৬ বলে ৩০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। দিল্লির হয়ে ভিপরাজ নিগাম একাই নেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, মুকেশ কুমার ও কুলদীপ যাদব।
আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ধোনিকে
২৩ ঘন্টা আগে
এর আগে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের ৭৭ ও অভিষেক পোরেলের ৩৩ রানে ভর করে বড় পুঁজি নিশ্চিত করে দিল্লি। দলটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন ট্রিস্টিয়ান স্টাবস।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে ২ উইকেট নেন খলিল আহমেদ। একটি করে উইকেট পান জাদেজা, নূর আহমেদ ও মাথিশা পাথিরানা।