promotional_ad

আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ধোনিকে

বিসিসিআই
আইপিএলের সবশেষ মৌসুমের আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। তবে ডানহাতি ওপেনারের চোটে আবারও চেন্নাইকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেতে পারেন ধোনি।

promotional_ad

রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে কনুইয়ে চোট পেয়েছেন রুতুরাজ। সেই সময়ই ব্যথায় কাতরাতে দেখা যাচ্ছিল ডানহাতি ব্যাটারকে। যদিও সেই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তবুও ম্যাচ জিততে পারেনি তারা। রাজস্থান ম্যাচের পর থেকে শুক্রবারের আগ পর্যন্ত অনুশীলন করতে দেখা যায়নি চেন্নাইয়ের অধিনায়ককে। 


আরো পড়ুন

ধোনি বিদায় নিলে আইপিএলই ক্ষতিগ্রস্থ হবে: গেইল

২ এপ্রিল ২৫
ক্রিস গেইল ও মহেন্দ্র সিং ধোনি, আইপিএল

এমন অবস্থায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রুতুরাজের খেলা নিয়ে সংশয় আছে। এখনও কনুইয়ে ব্যথা থাকলেও প্রতিনিয়ত উন্নতি করছে বলে জানা মাইক হাসি। পুরোপুরি সেরে ওঠার নিশ্চয়তা না থাকলেও চেন্নাইয়ের অধিনায়ককে পাওয়ার আশায় ব্যাটিং কোচ। শুক্রবার নেটে রুতুরাজের অনুশীলন দেখেই সিদ্ধান্ত নেবে চেন্নাই।



promotional_ad

এ প্রসঙ্গে হাসি বলেন, ‘হ্যাঁ, আমরা আশা করছি সে (গায়কোয়াড়) আজ (শুক্রবার) অনুশীলনের জন্য ব্যাট হাতে চেষ্টা করবে। তার (কনুইয়ে) এখনও একটু ব্যথা আছে, তবে প্রতিদিনই উন্নতি হচ্ছে। তাই আমরা খুব আশাবাদী যে, আগামীকালের (শনিবার) জন্য সে প্রস্তুত হয়ে যাবে।’


আরো পড়ুন

রাজস্থানের প্রথম জয়ের দিনে পরাগকে জরিমানা

৩১ মার্চ ২৫
বিসিসিআই

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটের জয়ে আইপিএলের এবারের মৌসুম শুরু করেছিল চেন্নাই। তবে পরের দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থানের বিপক্ষে জিততে পারেননি রুতুরাজরা। দিল্লির বিপক্ষে ডানহাতি ব্যাটারকে না পাওয়া গেলে ঘরের মাঠে চাপে থাকবে চেন্নাই। রুতুরাজকে না পাওয়া গেলে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ধোনিকে। এমন ইঙ্গিতই দিয়ে রেখেছেন হাসি।



চেন্নাইয়ের ব্যাটিং কোচ বলেন, ‘আমার মনে হয় না, (অধিনায়কত্ব) নিয়ে আমরা খুব বেশি ভাবছি। আমি এটা নিয়ে খুব বেশি ভাবিনি। আমি নিশ্চিত যে, স্টিভেন ফ্লেমিং (প্রধান কোচ) ও রুতু এটা নিয়ে ভেবেছে। আমাদের কিছু তরুণ খেলোয়াড় এসেছে। সে (ধোনি) উইকেটের পেছনে থাকে। হয়তো সে ভালো কাজ করতে পারবে। আমি নিশ্চিত নই। এই ভূমিকায় তার অভিজ্ঞতা আছে, হয়তো সে এটা করতে পারে। তবে সত্যি বলতে আমি ঠিক নিশ্চিত নই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball