মাস তিনেকের বিরতির পর ১০ দিনে প্রস্তুত হয়ে আইপিএলে ডি কক

ছবি: ৬১ বলে অপরাজিত ৯৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন কুইন্টন ডি কক, ফাইল ফটো

আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে অবশ্য রান করতে পারেননি ডি কক। কেবল চার রানেই থামে তার ইনিংস। গুয়াহাটিতে অবশ্য জ্বলে ওঠেন তিনি। যদিও ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি পাননি তিনি।
ডি ককের ৯৭* রানের ইনিংসে কলকাতার স্বস্তির জয়
২৬ মার্চ ২৫
ম্যাচ শেষে বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলা ডি কক বলেন, 'সুযোগ কাজে লাগাতে পেরে ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলছি না বলে তৈরি হতে অসুবিধা হচ্ছে এমন নয়। তিন মাস ছুটিতে ছিলাম। ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম মৌসুম শুরুর আগে। সেটাই কাজে লেগেছে। সবে দ্বিতীয় ম্যাচ খেলেছি। দেখে শুনে এগোতে চাইছি।'
গুয়াহাটিতে হোম টিম রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। পরে ব্যাট করার সুযোগ পেয়ে লাভ হয়েছে বলেও জানান আট উইকেটে দলকে জেতানো ডি কক।

তিনি বলেন, 'আমাদের ভাগ্য ভালো পরে ব্যাট করার সুযোগ পেয়েছি। উইকেটটা দেখার সময় পেয়ে গিয়েছিলাম। বল কেমন ভাবে ব্যাটে আসছে সেটা দেখে নিয়েছিলাম আমরা। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল মানেই ছক্কার খেলা। কিন্তু আমার জন্য সেটা নয়। আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই।'
নিরাপত্তাজনিত কারণে পেছালো কলকাতা-লক্ষ্ণৌ ম্যাচ
২০ ঘন্টা আগে
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২০১৩ সালের আইপিএলে অভিষেক হয় ডি ককের। এরপর দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলেন তিনি। এবারই প্রথমবারের মতো খেলছেন কলকাতার হয়ে।
কলকাতার আপ্যায়ন নিয়ে ডি কক আরও বলেন, 'নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভালো লাগে। নতুন পরিবেশ দারুণ লাগে। কখনও কোনও দলে মিশতে সময় লাগে। কিন্তু কেকেআরে সকলে আমাকে খুব আপন করে নিয়েছে। সেটা অসাধারণ লাগছে।'