promotional_ad

ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না: রাহানে

হাফ সেঞ্চুরির পথে আজিঙ্কা রাহানের আরেকটি শট, ফাইল ফটো
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ১০ ওভারে ১০৭ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৪ রানেই থামতে হয় তাদের। জবাবে মাত্র ১৬.২ ওভারে ম্যাচটি জিতে নেয় বেঙ্গালুরু। ম্যাচ হারের পর, দুইশ করতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন কলকাতার নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে।

promotional_ad

প্রথম তিন ওভারে মাত্র ৯ রান হলেও তার পরে রান তোলার গতি বাড়ান কলকাতার দুই ব্যাটার রাহানে এবং সুনীল নারিন। কুইন্টন ডি কক দ্রুত ফিরলেও আগ্রাসী ব্যাটিংয়ে রাহানে এবং নারিন গড়েন ১০৩ রানের জুটি।


আরো পড়ুন

পুরোনো ৩ ক্রিকেটারের পরিকল্পনার কাছেই ধরাশায়ী হয়েছে চেন্নাই

১২ এপ্রিল ২৫
ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন দুই দলের অধিনায়ক, ফাইল ফটো

কিন্তু চার বলের ব্যবধানে ফিরে যেতে হয় এই দুজনকে। ২৬ বলে ৪৪ রান করে ফিরেন নারিন। রাহানের ব্যাটে আসে ৩১ বলে ৫৬ রান। তারপর ক্রুনাল পান্ডিয়া-সুয়াশ শর্মাদের সামনে আরও কয়েকটি উইকেট হারায় কলকাতা। রাহানের মনে হয়েছে সেখানেই খেলা ঘুরে গিয়েছে।


promotional_ad

রাহানে বলেন, '১৩ ওভার পর্যন্ত খুব ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু তার পর দুই-তিনটি উইকেট পড়ে গেল। সেখানে খেলা ঘুরে গেল। পরের ব্যাটারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পারেনি। যখন আমি আর বেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। কিন্তু পর পর কয়েকটা উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়।'


আরো পড়ুন

নারিনের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে গেল ধোনির চেন্নাই

১১ এপ্রিল ২৫
সুনীল নারিনের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে গেল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই, ফাইল ফটো

প্রথম ম্যাচ হারলেও এ নিয়ে খুব বেশি কিছু ভাবছেন না রাহানে। দ্রুতই ম্যাচ জয়ের ধারায় ফিরতে চান তারা। ঘরের মাঠে নিয়মিতই দুইশ'র বেশি রান করতে চায় তার দল।


রাহানে আরও বলেন, 'ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না। সেটাই হলো। সবে আইপিএল শুরু হল। প্রথম ম্যাচ হেরেছি। এই হার নিয়ে খুব বেশি ভাবতে চাই না। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। এই হার থেকে দ্রুত শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball