নাইট রাইডার্সে এখন আর কোনো বন্ধু নেই: সল্ট

ফ্র্যাঞ্চাইজি লিগ
নাইট রাইডার্সে এখন আর কোনো বন্ধু নেই: সল্ট
ঝড়ো হাফ সেঞ্চুরির পর ফিল সল্ট, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেয়া হয়েছিল ফিল সল্টকে। সেই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন সল্ট। এবার অবশ্য মেগা নিলামের আগেই ইংলিশ এই ওপেনারকে ছেড়ে দেয় কলকাতা। নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কলকাতার বিপক্ষে প্রথম ম্যাচেই জেতালেন সেই সল্ট!

ট্রফি জয়ে অন্যতম ভূমিকা রাখলেও সল্টকে এই বছর দলে রাখার প্রয়োজন মনে করেনি কলকাতা। ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচে তাই কলকাতাকে একটু বেশিই খেসারত দিতে হলো। ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় ৩১ বলে ৫৬ রান আসে সল্টের ব্যাটে।

সঙ্গে বিরাট কোহলি করেন ৩৬ বলে ৫৯ রান। এ ছাড়া ১৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পতিদার। এই কয়েকটি আগ্রাসী ইনিংসের সৌজন্যে ১৬.২ ওভারেই জিতে বেঙ্গালুরু।

ম্যাচ শেষে সল্ট বলেন, 'গত বছর এই মাঠে সময়টা খুব ভালো কেটেছিল। আমরা ট্রফিও জিতেছিলাম। তবে এখন আর কোনও বন্ধু নেই।'

গতবার সুনীল নারিনের সঙ্গে ওপেনিং জুটি জমে গিয়েছিল সল্টের। কলকাতার শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল সেটি। এবার বিরাট কোহলির সঙ্গে নামতে হচ্ছে সল্টকে। প্রথম ম্যাচে ৯৫ রানের জুটি গড়ে দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছেন ইংলিশ এই ওপেনার।

নতুন ওপেনিং জুটি নিয়ে বলেন, 'এই জুটিটাই যে আমাদের জেতালো তাতে সন্দেহ নেই। তবে কোহলির সঙ্গে একসঙ্গে খুব বেশি ব্যাটিং করিনি। তাই মাঠে নেমে জুটিটা গড়তে পেরে খুবই ভালো লাগছে। তা ছাড়া ইডেন আমার চেনা মাঠ। প্রতিপক্ষের ক্রিকেটারদেরও আগে থেকেই চিনি।'

একইসঙ্গে টস জেতা যে পার্থক্য গড়ে দিয়েছে, সেটাও মেনে নিয়েছেন সল্ট, 'দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালোই এসেছে। আমার কাজ ছিল শুধু দাঁড়িয়ে থেকে মারার বলে মারা। ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাট করতে নামার আগে সেটাই আলোচনা করেছিলাম।'

আরো পড়ুন: ফিল সল্ট