আইপিএলে নতুন ডেলিভারি নিয়ে হাজির হচ্ছেন বরুণ

ছবি: কলকাতার জার্সিতে বরুণ চক্রবর্তী

অনেকের নজর থাকবে এই দুজনের দ্বৈরথের দিকে। বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে বরুণ জানিয়েছেন তিনি কোহলির বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। এখনও পর্যন্ত কোহলিকে একবার মাত্র নিজের শিকার বানাতে পেরেছেন বরুণ।
আক্রমণাত্মক অঙ্গভঙ্গির কারণে শাস্তি পেলেন বরুণ
৮ মে ২৫
এই মিস্ট্রি স্পিনারের ৩৯ বল মোকাবেলা করে ৪০ রান করেছেন কোহলি। ফলে বোঝাই যাচ্ছে দুজনেই দুজনের বিরুদ্ধে খুব একটা স্বাচ্ছন্দ্য করেন না খেলতে। এবার অবশ্য কোহলির বিপক্ষে ভালো বোলিং করতে চান বরুণ।
বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, 'কোহলির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। সে আমার বিরুদ্ধে ভালই ব্যাট করেছে আগে। তাই এবার তার বিপক্ষে ভালো বল করতে চাই।'

ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেট সবজায়গাতেই বোলিং নিয়ে বিভিন্ন পরীক্কা নিরীক্ষা চালাতে দেখা যায় বরুণকে। এই স্পিনার দুই দিকেই বল ঘোরাতে পারেন। আর তাতেই তার নামের পাশে লেগে গেছে মিস্ট্রি স্পিনারের তকমা। এবারের আইপিএলেও নতুন সব চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি।
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
৯ জুলাই ২৫
সেই আভাস দিয়ে বরুণ বলেন, 'যখনই ঘরোয়া ক্রিকেট খেলি, কিছু না কিছু নতুন বল আয়ত্ত করার চেষ্টা করি। প্রতি বছরই নতুন নতুন বল নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। গত বছর সেটা কাজে লেগেছিল। তার আগে বিশেষ কাজে লাগেনি।'
'তাই কতটা নতুন বল ব্যবহার করব সেটা নির্ভর করছে বিভিন্ন পরিস্থিতির উপরে। এটুকু বলতে পারি, এখন আমার ঝুলিতে বেশ কিছু নতুন বল রয়েছে। সময় মতো সেগুলো ব্যবহার করব।'