আইপিএলে ধারাভাষ্য দেবেন দল না পাওয়া উইলিয়ামসন

ছবি: সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামসন

এবারের আইপিএলে তাকে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে। এরই মধ্যে আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারকারিরা। সেখানে নাম আছে সাবেক এই কিউই অধিনায়কের।
কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন
৮ জুলাই ২৫
আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে এবারের মেগা নিলামে কোনো দল তার প্রতি আগ্রহ দেখানয়নি। আইপিএল চলার সময় নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ব্যস্ত সূচিও নেই।

সেই সুযোগেই আইপিএলে ধারাভাষ্য দিতে যাচ্ছেন এই কিউই ক্রিকেটার। আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে আরও থাকছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিংহ, অজয় জাদেজা, নভজ্যোৎ সিং সিধু, আকাশ চোপড়া ও সঞ্জয় মঞ্জরেকার।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
সেখানে আরও ধারাভাষ্য দিতে দেখা যাবে মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, রুদ্রপ্রতাপ সিং, শিখর ধাওয়ান, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মোহাম্মদ কাইফ ও পীযূষ চাওলাকে।
শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। আগামী ২৫ মে পর্দা নামবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের।