‘চমৎকার নেতা’ পান্তের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছেন পুরান

ছবি: নিকোলাস পুরান (বামে) ও ঋষভ পান্ত (ডানে), ফাইল ফটো

গত নভেম্বরের মেগা নিলামে পান্তকে নিয়ে রীতিমতো ঝড় ওঠে। একের পর এক দাম হাঁকিয়ে শেষ পর্যন্ত ২৭ কোটি রুপিতে বাঁহাতি এই ব্যাটারকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ। এরপর দলটির অধিনায়কত্বও পান্তকে দেয় লক্ষ্ণৌ।
বিপিএলের অভিজ্ঞতায় পুরানকে ‘বাক্সবন্দী’ করেছেন মেহেদী
২০ ডিসেম্বর ২৪
এই দলে এর আগে লোকেশ রাহুলের নেতৃত্বে খেলেছেন পুরান। রাহুল না খেললে মাঝেমধ্যে তিনিও দিয়েছেন দলটির নেতৃত্ব। এবার নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে কোনো আপত্তি নেই পুরানের।

এক সাক্ষাৎকারে ক্যারিবিয়ান এই ব্যাটার বলেন, 'ঋষভ দলে নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তি যোগ করেছে। স্পেশাল ক্রিকেটার ও চমৎকার নেতা সে। মাঠে ও মাঠের বাইরে পুরো দল তাকে সমর্থন করে এবং আমরা আসছে আসরের অপেক্ষায় আছি।'
পান্তের কাছে ২০৯ রানই যথেষ্ট ছিল, ভিন্নমত ক্লুজনারের
২৫ মার্চ ২৫
'ঋষভ জানে, সে যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে পারে এবং আমিও একই কাজ করতে পারি। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে এবং যোগাযোগ কখনোই কোনো সমস্যা ছিল না। তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে এবং মিলারের মতো অভিজ্ঞ খেলোয়াড় ও বিদেশিদের নিয়ে আমরা এলএসজিকে সফল করতে একসঙ্গে কাজ করব।'
আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। মৌসুমের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৪ মার্চ লক্ষ্ণৌ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।