promotional_ad

‘দলের স্বার্থ সবার আগে’, লক্ষ্ণৌয়ের ক্রিকেটারদের বার্তা পান্তের

ম্যাচ জার্সি নিয়ে ঋষভ পান্তের সঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গার, মেন্টর জ়হির খান এবং দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কা, ফাইল ফটো
গতবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লোকেশ রাহুলের নেতৃত্বে ব্যর্থ হয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এ বার আর রাহুলকে দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে ২৭ কোটি রুপি দিয়ে তারা দলে টেনেছে ঋষভ পান্তকে। নতুন অধিনায়ক ঋষভ প্রথমদিনই জয়ের বার্তা দিলেন দলকে।

promotional_ad

লক্ষ্ণৌ এ বার দলে টেনেছে ডেভিড মিলার, এইডেন মার্করাম, মিচেল মার্শদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। সবাইকে দলের স্বার্থ আগে বিবেচনা করার কথা মনে করিয়ে দিলেন পান্ত। একইসাথে মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেয়ার আহ্বান জানান তিনি।


আরো পড়ুন

‘ইংল্যান্ড সফরে ইচ্ছেমতো ব্যাট চালানো যাবে না’, পান্তকে সৌরভ

৫ ঘন্টা আগে
ঋষভ পান্ত (বামে) ও সৌরভ গাঙ্গুলি (ডানে), ফাইল ফটো

ফ্র‌্যাঞ্চাইজ়ির পেজে দেয়া এক ভিডিও বার্তায় পান্ত বলেন, 'আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রত‌্যেকে নিজেদের স্বাধীন ভাবে মেলে ধরতে পারবে। বলা যতটা সহজ, করে দেখানো ততটাই কঠিন। কারণ এই কাজের জন‌্য দলের প্রত‌্যেক ক্রিকেটারের থেকে সমান প্রচেষ্টা চাই। শুধুমাত্র ম‌্যানেজমেন্ট নয়, প্রত্যেক ক্রিকেটারের সাহায‌্য ছাড়া এই পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়।'



promotional_ad

এদিকে মিলার, মার্করাম, নিকোলাস পুরানদের মতো সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতাও যথেষ্ট কাজে আসবে বলে মনে করছেন বাঁহাতি এই উইকেটরক্ষক-ব্যাটার। টিম ম্যানেজমেন্টের অভিজ্ঞতার ওপরও ভরসা আছে তার।


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৩ মার্চ ২৫
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

পান্ত আরও বলেন, 'শুধু ক্রিকেটাররা নয়, দল পরিচালনা বিভাগেরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। পুরান, মার্করাম, মিলারদের মতো সিনিয়ররা রয়েছে। তরুণদের সঙ্গে আমাদের সমস্ত রকম অভিজ্ঞতা ভাগ করে নিতে হবে। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে মাঠে নেমে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। দলের স্বার্থের কথা ভেবে কাজ করতে হবে। পরের বার সুযোগ পাব কি পাব না, তা নিয়ে ভাবা চলবে না।'



এবারের আইপিএলে লক্ষ্ণৌয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। পুরোনো দলের বিপক্ষে ম্যাচ দিয়েই লক্ষ্ণৌতে নিজের যাত্রা শুরু করবেন পান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball