অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

ছবি: আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

পিঠের চোটের কারণে ৭ জানুয়ারির পর থেকে মাঠের ক্রিকেটে নেই মার্শ। সবশেষ বিগ ব্যাশে পার্থ স্কচার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে চোটে পড়ায় শেষ দুই ম্যাচে পাওয়া যায়নি তাকে। সেই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি তিনি। এমন অবস্থায় ফেব্রুয়ারির শুরুর দিকে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছিলেন মার্শ।
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১২ মার্চ ২৫
সেই বিশেষজ্ঞের পরামর্শে পুরোদমে বিশ্রামে ছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক। সাম্প্রতিক সময়ে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন এবং ব্যাটার হিসেবে আইপিএল খেলার অনুমতি পেয়েছেন। আইপিএলের সবশেষ মেগা নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নেয় লক্ষ্ণৌ। জানা গেছে, আইপিএল খেলতে ১৮ মার্চ নতুন দলের সঙ্গে যোগ দেবেন পেস বোলিং এই অলরাউন্ডার।
লক্ষ্ণৌতে প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, স্কচার্সের কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পাচ্ছেন মার্শ। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম থাকায় টপ অর্ডারে তাকে ব্যবহার করতে পারে লক্ষ্ণৌ। সবশেষ তিন আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। তবে চোট ও অফ ফর্মে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনিনি অজি এই ক্রিকেটার।

সবশেষ আসরে চার ম্যাচ খেলার পর চোটে পড়েছিলেন মার্শ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে মাঝ পথেই আইপিএল ছেড়ে দেশে ফিরেছিলেন তিনি। দিল্লির বাইরে সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুনে সুপারজায়ান্টস, পুনে ওয়ারিয়র্স ও ডেকান চার্জার্সের হয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না কামিন্স-হ্যাজেলউডেরও
৬ ফেব্রুয়ারি ২৫
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না প্যাট কামিন্স, জশ হেজেলউড। গোঁড়ালির হালকা চোটের পাশাপাশি ব্যক্তিগত কারণে ৮ দলের টুর্নামেন্টে খেলেননি মিচেল স্টার্ক। ধারণা করা হচ্ছে, আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে অস্ট্রেলিয়ার তিন পেসারকে। সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার দিল্লির জার্সিতে দেখা যাবে স্টার্ক।
কামিন্স হায়দরাবাদে থাকলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আবারও ফিরেছেন হেজেলউড। শেফিল্ড শিল্ডকে বাদ দিয়ে বেশিরভাগ অস্ট্রেলিয়ান ক্রিকেটারই আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন। সাউথ অস্ট্রেলিয়া ফাইনালে উঠলেও আইপিএলকে প্রাধান্য দিয়েছেন ট্রাভিস হেড, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক ও স্পেন্সার জনসন। কুইন্সল্যান্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড না খেলে পাঞ্জাবে যোগ দিচ্ছেন জাভিয়ের বার্টলেট, জশ ইংলিস ও অ্যারন হার্ডি।